টলিপাড়ায় আলোচনার কেন্দ্রে দাঁড়ালেন টোটা রায়চৌধুরী। সম্প্রতি ‘হুমকি সংস্কৃতি’ এবং দেবকে নিয়ে উঠা অভিযোগের জটিলতার মাঝে সংবাদ প্রতিদিনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি দেবকে শিল্পী হিসেবে সম্মান দেওয়ার গুরুত্বের উপর জোর দিয়েছেন। টোটা বলেন, “একজন সুপারস্টার শুধু সিনেমা নয়, পুরো ইন্ডাস্ট্রিকে টানার ক্ষমতা রাখে। এই মুহূর্তে আমাদের ইন্ডাস্ট্রিতে দু’জন বড় অ্যাসেট, একজন জিৎ, আরেকজন দেব। তাঁদের কঠোর পরিশ্রম এবং প্রতিভা অনুযায়ী সম্মান ও সহানুভূতি প্রাপ্য।”
অভিনেতার অভিজ্ঞতা থেকে উদাহরণ টেনে তিনি দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির কথা স্মরণ করান। তিনি বলেন, “যখন তামিল ইন্ডাস্ট্রির পরিস্থিতি খারাপ ছিল, একা রজনীকান্ত সাফল্যের সাথে ইন্ডাস্ট্রিকে টেনে নিয়েছিলেন। এরপর নতুন স্টাররা এসেছেন—বিজয়, অজিত। কমল হাসানের সিনেমা ভালো রিভিউ পেলেও মানুষ ভিড় জমাত রজনীকান্তের সিনেমা দেখার জন্য। তাই একজন সুপারস্টার পুরো ইন্ডাস্ট্রির জন্য ‘টনিক’ হিসেবে কাজ করে।”
টোটা রায়চৌধুরী স্পষ্ট করে জানান, দেব শুধু নিজের জন্য নয়, পুরো টলিপাড়া এবং দর্শকের জন্য গুরুত্বপূর্ণ। এ প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, “আমি কারও প্রতিক্রিয়ার চিন্তা করি না। মূল বিষয় হলো যারা টলিপাড়ায় সাফল্য এনে দেন, তাদের সম্মান পাওয়া উচিত।”
এই মন্তব্য টলিপাড়ায় দেবের সমর্থক এবং অনুরাগীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। শিল্পী ও প্রযোজক মহলে এই আলোচনা নতুন দৃষ্টিকোণ যোগ করেছে, যেখানে সুপারস্টারদের গুরুত্ব ও শিল্পী হিসেবে তাদের অধিকার আলোচনার বিষয় হয়েছে।
এমকে/টিএ