চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মাঠের উত্তেজনার সঙ্গে সঙ্গে ধারাভাষ্য কক্ষেও যোগ হচ্ছে নতুন মাত্রা। টুর্নামেন্টের মাঝপথে বিপিএলে ধারাভাষ্য দিতে বাংলাদেশে আসছেন ইংল্যান্ডের সাবেক টেস্ট ক্রিকেটার নিক কম্পটন।
এবারের বিপিএলে শুরু থেকেই ধারাভাষ্যে আছেন দেশি ও বিদেশি বেশ কয়েকজন পরিচিত কণ্ঠ। আন্তর্জাতিক ধারাভাষ্যকারদের মধ্যে পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা, সাবেক পেসার ওয়াকার ইউনুস এবং ইংল্যান্ডের সাবেক ফাস্ট বোলার ড্যারেন গফ নিয়মিতভাবেই ম্যাচ বিশ্লেষণ করছেন।
মাঝামাঝি সময়ে নিক কম্পটনের যুক্ত হওয়া নিশ্চিতভাবেই নতুন মাত্রা যোগ করবে। দেশি ধারাভাষ্যকারদের তালিকায় রয়েছেন আথার আলী খান, মাজহার উদ্দিন ওমি ও সমন্বয় ঘোষ। তাঁরা ম্যাচের গতি, খেলোয়াড়দের পারফরম্যান্স ও স্থানীয় প্রেক্ষাপট তুলে ধরছেন নিয়মিত।
উপস্থাপনায় আন্তর্জাতিক ক্রিকেট দর্শকদের কাছে পরিচিত মুখ জয়নব আব্বাস বিপিএলের সম্প্রচারে বাড়তি আকর্ষণ যোগ করছেন। এদিকে নিক কম্পটনের ক্রিকেট ক্যারিয়ার সংক্ষিপ্ত হলেও তা ছিল উল্লেখযোগ্য। ইংল্যান্ডের হয়ে তিনি খেলেছেন ১৬টি টেস্ট ম্যাচ। টপ অর্ডারের ব্যাটসম্যান হিসেবে ধৈর্যশীল ও দায়িত্বশীল ব্যাটিংই ছিল তাঁর মূল পরিচয়।
ভারতের মাটিতে ইংল্যান্ডের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে তিনি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, যা তাঁর ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায়। ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর নিক কম্পটন নিজেকে যুক্ত করেন ধারাভাষ্য ও ক্রিকেট বিশ্লেষণের সঙ্গে। ব্যাটিংয়ের সূক্ষ্ম দিক, ম্যাচ পরিস্থিতি বোঝানো এবং খেলোয়াড়দের মানসিক প্রস্তুতি নিয়ে কথা বলাই তাঁর শক্তি।
এসএস/টিএ