বলিউডের বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফপুত্র টাইগার শ্রফ তরুণ অভিনেতাদের মধ্যে আকর্ষণীয় ফিটনেসের অধিকারী। তার ‘সিক্স প্যাক’ বহু তরুণীর হৃদয়ে ঝড় তোলে। টাইগারের নাচের ভক্ত-অনুরাগী অসংখ্য। শুধু নাচই নয়, স্টান্টেও অসামান্য পারদর্শী এ অভিনেতা। কখনো ঝাঁপ দেন ১০ তলা উঁচু বাড়ি থেকে, আবার কখনো সামারসল্ট করেন। পর্দায় তিনি অকুতোভয়।
তবে টাইগারেরও নাকি মনে মনে একটি বিশেষ কাজ করার সময় ভয় লাগে, হৃদস্পন্দন বেড়ে যায়। এমন কোন কাজ করতে গিয়ে ভীত হন অভিনেতা?
সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে তার মনের কথা খোলাখুলিভাবে প্রকাশ করলেন টাইগার শ্রফ। তার বিমানযাত্রার প্রতি ক্রমবর্ধমান ভয়ের কথা জানান তিনি। এ অভিনেতা বলেন, সম্প্রতি আমার উড়ানের প্রতি এ ভয় তৈরি হয়েছে। কয়েক বছর আগে মাঝ-আকাশে বিমানে এক ভয়ঙ্কর ঘটনার সম্মুখীন হই, তখন থেকেই বিমানভীতির শুরু।
টাইগার বলেন, অদ্ভুত ব্যাপার হলো- আপনি আমাকে সবচেয়ে কঠিন স্টান্টটি করতে বলতে পারেন, গ্র্যান্ড হায়াতের ছাদ থেকে সুইমিংপুলে ঝাঁপ দিতে বলুন। আমি চিন্তা না করেই তা করতে পারি। কিন্তু বিমানে ওঠার ১০ দিন আগে, আমার বুক হঠাৎ কাঁপতে শুরু করে। আমার মাথা যেন মনকে নিয়ে খেলা করে তখন। তিনি থেরাপি নিচ্ছেন। চেষ্টা করছেন দ্রুত নিজেকে এই ভয় থেকে মুক্ত করতে বলেও জানান টাইগার শ্রফ।
এসকে/এসএন