টলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেতা ও পরিচালক অনির্বাণ ভট্টাচার্য, যিনি তাঁর কাজের পাশাপাশি স্পষ্ট রাজনৈতিক ও সামাজিক চেতনার জন্যও পরিচিত, এবার বর্তমান রাজনীতির নোংরা খেলা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন। ইতিহাসের ক্ষত শুকানোর বদলে রাজনৈতিক ফায়দার জন্য তা জিইয়ে রাখার প্রবণতার বিরুদ্ধে সরব হয়েছেন তিনি।
অনির্বাণ ভট্টাচার্য বলেন, "যদি ইতিহাসে কোনো র'ক্ত লেগে থাকে... আধুনিক সভ্যতার সবার কাজ সেই দাগকে শুশ্রূষা দেওয়া... তাঁদের উদ্দেশ্য সমাজের যত রকম অশান্তি... ভোট লুটতে থাকো। শিল্পপতির টাকা বাড়তে থাকুক।"
তিনি জানান, আধুনিক সভ্যতার দায়িত্ব হলো পুরনো ক্ষত সারিয়ে তোলা বা শুশ্রূষা করা। কিন্তু বর্তমান রাজনীতিতে রাজনীতিবিদরা কেবল নিজেদের ভোটব্যাংক ভারী করতে এবং পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করতে বিভাজন সৃষ্টিতে ব্যস্ত।
অনির্বাণের এই মন্তব্য সামাজিক সচেতন মহলে আলোচনার জন্ম দিয়েছে। তার মতে, বিভাজনের রাজনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে সাধারণ মানুষের স্বার্থে কাজ করাই সত্যিকারের দায়িত্ব।
অভিনেতার স্পষ্ট, সাহসী এবং বুদ্ধিদীপ্ত এই বক্তব্য রাজনৈতিক ও সামাজিক চেতনার দিক থেকে পাঠক ও দর্শকের কাছে গভীর প্রভাব ফেলেছে।
এমকে/এসএন