কুমিল্লা-৪ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, টাকা চাঁদাবাজি করার চেয়ে ভোট ভিক্ষা করা সম্মানের। প্রয়োজনে ভোটারদের হাতে ধরব, পা ধরব কিন্তু টাকার বিনিময়ে ভোট বিক্রি করব না।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে কুমিল্লা দেবীদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর নিজ গ্রামে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, আমি আপনাদের সন্তান, আপনারা প্রত্যেক হাসনাত হয়ে ভোটারদের কাছে যেতে হবে।
আপনারা ভোটারদের হাতে ধরবেন, পায়ে ধরবেন প্রত্যেকজন প্রতিদিন ১০ জন করে শাপলা কলির ভোট নিশ্চিত করবেন।
তিনি বলেন, আপনারা ভোট দেবেন ঘুষ খাইয়া, নেতারা নির্বাচিত হয়ে রাস্তার ইট খাবে, এটা কি হয়? আপনারা ঘুষও খাবেন না, দুর্নীতিকেও প্রশ্রয় দেবেন না।
তিনি তার নিজ এলাকার ভোটারদের আহ্বান জানিয়ে বলেন, আমরা আগামী ২১ তারিখ থেকে নির্বাচনী আচরণবিধি মেনে নির্বাচনী প্রচারণা শুরু করব ইনশাআল্লাহ।
টিকে/