ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের প্রতি সমর্থন জানিয়ে বিএনপিতে যোগ দিয়েছে হালুয়াঘাট উপজেলায় গামারীতলা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাসহ আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর অর্ধশতাধিক নেতাকর্মী।
শুক্রবার সকাল ১০টার দিকে কলসিন্দুর বাজারে আয়োজিত যোগদান অনুষ্ঠানে দলে নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘আজ যারা বিএনপির পতাকাতলে এসে দাঁড়িয়েছেন, তারা কোনো ব্যক্তি নয়- একটি আদর্শ, একটি আন্দোলন এবং গণতন্ত্র প্রতিষ্ঠার অব্যাহত প্রচেষ্টার সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন।’
তিনি আরও বলেন, ‘বীর মুক্তিযোদ্ধারা এই দেশে স্বাধীনতা এনেছেন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আজ সেই চেতনাকে ভূলুণ্ঠিত করা হয়েছে। বিএনপি ক্ষমতার রাজনীতি নয়, মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি করে। তাই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান প্রমাণ করে-বিএনপিই জনগণের শেষ ভরসা।’
যোগদানকে ‘গণজোয়ারের বহিঃপ্রকাশ’ আখ্যা দিয়ে প্রিন্স বলেন, ‘আসন্ন নির্বাচনে ময়মনসিংহ-১ আসনের মানুষ ধানের শীষে ভোট দিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আলোকিত ধোবাউড়া-হালুয়াঘাট গড়তে ভূমিকা রাখবে। ময়মনসিংহ-১ আসন হবে শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রবর্তী দুর্গ। ধানের শীষ হবে নির্যাতিত মানুষের প্রতীক, আশার প্রতীক।’
নবাগত নেতাকর্মীদের স্বাগত জানিয়ে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, ‘আপনাদের ত্যাগ, অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততা বিএনপিকে আরও শক্তিশালী করবে। আমরা সবাই মিলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করবো এবং একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব।’
অনুষ্ঠানে যোগদানকারীদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, আওয়ামী লীগ নেতা হাজী আবদুল আউয়াল, নজরুল ইসলাম, শহীদুল ইসলাম, মিরাস উদ্দিন এবং জামায়াতে ইসলামী নেতা নূরুজ্জামান।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান, সদস্য সচিব আবদুস শহীদ, সাবেক চেয়ারম্যান ওয়াহেদ তালুকদার, বিএনপি নেতা রুহুল আমিন, খোকন খান, যুবদল নেতা আমিনুল ইসলাম ও সিরাজুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের উপজেলা আহ্বায়ক ইমরান হোসাইন এবং সদস্য সচিব কামরুল হাসান সুমনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এদিকে, আজ সকাল থেকে রাত পর্যন্ত সৈয়দ এমরান সালেহ প্রিন্স দক্ষিণ মাইজপাড়া, গামারীতলা, পোড়াকান্দুলিয়া, গোয়াতলা ও ঘোষগাঁও ইউনিয়নে ভোটকেন্দ্রভিত্তিক বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি নির্বাচনী কর্মকাণ্ডের সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করে গ্রামে গ্রামে, ঘরে ঘরে ও জনে জনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা জোরদার করার আহ্বান জানান।
টিজে/টিকে