বলিউডের প্রখ্যাত অভিনেতা হৃতিক রোশনের জন্মদিন আজ। ১৯৭৪ সালের এই দিনে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন তিনি। চলচ্চিত্র জগতে নিজের পথ শুরু করেছিলেন নির্মাতা বাবা রাকেশ রোশনের সহকারী হিসেবে। কিন্তু পরিশ্রম ও প্রতিভার ফলে নিজেকে প্রতিষ্ঠিত করেন প্রধান অভিনেতার ভূমিকায়।
হৃতিক রোশনের প্রথম সিনেমা ‘কহো না পেয়ার হ্যায়’ দিয়েই তিনি দর্শক এবং সমালোচকদের মন জয় করেন। এরপর একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। ‘কোয়ি মিল গায়া’, ‘কৃশ’, ‘ধুম ২’, ‘যোধা আকবর’, ‘গুজারিশ’, ‘অগ্নিপথ’ ও ‘সুপার থার্টি’—
এই সমস্ত সিনেমা তাকে বলিউডের শীর্ষ অভিনেতাদের কাতারে নিয়ে এসেছে।
শৈশব থেকেই নৃত্য ও অভিনয়ে অনন্য প্রতিভা থাকায় হৃতিক রোশন দর্শক হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছেন। আজও তাঁর প্রতি ভক্তদের প্রেম এবং শ্রদ্ধা অটুট।
এমকে/টিএ