বিশ্বকাপে প্রতিশোধের আশায় প্রোটিয়া কিংবদন্তি গ্রায়েম স্মিথ

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর শুরু হবে। যেখানে সর্বশেষ ২০২৪ আসরের রানার্সআপ দক্ষিণ আফ্রিকা ‘ডি’ গ্রুপে লড়বে নিউজিল্যান্ড, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও কানাডার সঙ্গে। প্রোটিয়াদের হারিয়ে আগেরবার চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তাদেরকে হারিয়েই এবার মধুর প্রতিশোধ নেওয়ার প্রত্যাশা দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি গ্রায়েম স্মিথের।

সাম্প্রতিক সময়ে তিনি ভারতের মাটিতে প্রোটিয়াদের ইতিহাস রচনা করতে পারে বলে আশার কথা জানিয়েছিলেন। এর সপ্তাহ দুয়েকের মাথায় ভারতের মাটিতে ২৫ বছরের ইতিহাসে প্রথমবার টেস্ট সিরিজ জিতে নেয় টেম্বা বাভুমার দল। একইভাবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতকে হারিয়ে প্রথমবার টুর্নামেন্টটিতে শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন স্মিথ। তিনি বলেন, ‘আমার চাওয়া ফাইনালে আমরা (দক্ষিণ আফ্রিকা) ভারতকে হারাব।’

আফ্রিকান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০-এর নতুন আসর চলছে। টুর্নামেন্টটির কমিশনারের দায়িত্বে আছেন সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ। তারই এক ফাঁকে ভারতীয় গণমাধ্যমের মুখোমুখি হয়ে সম্প্রতি দেশটির বিপক্ষে টেস্টে জয় নিয়ে স্মিথ বলেন, ‘এই সিরিজটি ছিল দুর্দান্ত। আমরা জানি এখানকার সফর বেশ কঠিন হয়। টেস্ট সিরিজে তারা (আফ্রিকা) যেভাবে দাপট দেখাল আমি অবাক হয়েছি। সত্যিই তারা আমাকে বিস্মিত করেছে। তবে এটি অসাধারণ। গত দেড় বছর ধরে আমাদের টেস্ট স্কোয়াড জাতীয় দলগুলোর হিসাবে বাতিঘর হয়ে উঠেছে, এটি সত্যিই দারুণ বিষয়।’



একইভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকার ভালো করার সামর্থ্য আছে বলে মনে করেন সাবেক এই তারকা ওপেনার, ‘টেম্বা এবং কোচ শুকরি (কনরাড) আমাদের বিস্মিত করেছে। আশা করি এই চমক অব্যাহত থাকবে। বর্তমানে সাদা বলের ফরম্যাটেও আমাদের অনেক প্রতিভা আছে। (ভারতীয় উপমহাদেশের কন্ডিশন বিবেচনায়) আমি মনে করি মিডল অর্ডারে স্পিন সামলানোর মতো দক্ষতাসম্পন্ন ব্যাটার আছে, বিশেষ করে ভারতের মাটিতে। তাই আশা করাই যায়, দারুণ একটি বিশ্বকাপ দ্বারপ্রান্তে এসে গেছে।’ 

গত জুনে বাভুমার নেতৃত্বে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে প্রোটিয়ারা। এর মধ্য দিয়ে ১১ বছর পর তারা কোনো আইসিসি ট্রফিখরা কাটাল। ভারতের বিপক্ষে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিশোধ নেওয়ার আশা জানানোর পাশাপাশি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নিয়ে স্মিথ বলেন, ‘আপনি ভারতীয় প্রতিভাদের শেষ বলে দিতে পারবেন না। তার ওপর বিশ্বকাপ এবার তাদের ঘরের মাঠে। যদিও ভারতীয় ক্রিকেট এখন ট্রানজিশন পর্যায়ে আছে। গৌতমের (গম্ভীর) অধীনে এখন সিনিয়র ক্রিকেটাররা নেই, তাই তারা ট্রানজিশনে। তাই কী ঘটতে চলেছে দেখা যাক। তবে প্রতিভা ও সামর্থ্য হিসাব করলে, শেষ চারে ভারতের না ওঠাটা হবে আশ্চর্য হওয়ার মতো কিছু।’

প্রসঙ্গত, ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। যেখানে প্রতিযোগী ২০ দলকে ভাগ করা হয়েছে চারটি গ্রুপে। বিশ্বকাপের ম্যাচগুলো হবে ভারতের ৫টি ও শ্রীলঙ্কার ৩টি ভেন্যুতে। ভারতের ভেন্যুগুলো হচ্ছে– দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম, কলকাতার ইডেন গার্ডেন, চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম, আহমেদাবাদের নরেন্দ্র মোদি ও মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়াম। এ ছাড়া শ্রীলঙ্কায় পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়াম, কলম্বোর আর প্রেমাদাসা ও সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে মেগা টুর্নামেন্টটির ম্যাচ অনুষ্ঠিত হবে।

এমআই/টিকে

Share this news on:

সর্বশেষ

img
পরিচালক চাষী নজরুল ইসলামের ১১ তম প্রয়াণ দিবস আজ Jan 11, 2026
img
সুনামগঞ্জে এক জোড়া লাউ ১৮ হাজার টাকায় বিক্রি! Jan 11, 2026
img
ক্ষমতা জনগণের দিকে রাখতে চাইলে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে থাকতে হবে : রিজওয়ানা Jan 11, 2026
img
এফএ কাপে শেল্টেনহামকে হারিয়ে চতুর্থ রাউন্ডে হামজার লেস্টার সিটি Jan 11, 2026
img
জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক Jan 11, 2026
img
কাঠগড়ায় বসে নিজের কথপোকথন শুনলেন পলক Jan 11, 2026
img
দীপিকার কণ্ঠস্বর কানে লাগত ফারাহ খানের! Jan 11, 2026
img
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফে শিশু নিহত Jan 11, 2026
img
নেইমারের চোখে বর্তমান বিশ্বের সেরা মিডফিল্ডার আর্দা গুলের Jan 11, 2026
img
সিরিয়ার আলেপ্পো ছেড়ে গেলেন কুর্দি যোদ্ধারা Jan 11, 2026
img
জেন-জির নকল বিয়ের ট্রেন্ড, বর-কনে নেই, তবু বিয়ের হল ভরা আনন্দে Jan 11, 2026
img
রানি মুখার্জিকে নিয়ে বহুল প্রতীক্ষিত ‘মারদানি ৩’- এর মুক্তির তারিখ ঘোষণা Jan 11, 2026
img

পিরোজপুর-২

গণঅধিকার পরিষদের মুন্নার মনোনয়নপত্র জমা নিতে নির্দেশ হাইকোর্টের Jan 11, 2026
img
প্রশাসন কঠোর না হলে মানহীন নির্বাচন হওয়ার আশঙ্কা রয়েছে: জাতীয় পার্টির মহাসচিব Jan 11, 2026
img
ফরিদপুরে যুবলীগ নেতা মনির গ্রেপ্তার Jan 11, 2026
img
রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব ফ্রিজ Jan 11, 2026
img
মা হলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অদিতি মুন্সী Jan 11, 2026
img
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত প্রার্থী মোবিন Jan 11, 2026
img
টেকনাফে এক জালেই ধরা পড়লো ১০৬ মণ মাছ, বিক্রি ৯ লাখ টাকায় Jan 11, 2026
img

হাইকোর্টের রুল

নির্বাচনে জাতীয় পার্টি ও এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় Jan 11, 2026