৪-১ ব্যবধানে অ্যাশেজ হারার পর ইংল্যান্ড ক্রিকেটের বর্তমান টিম ম্যানেজমেন্টের ওপর তীব্র ক্ষোভ ঝাড়লেন সাবেক ইংলিশ অধিনায়ক জিওফ্রে বয়কট। সদ্য সমাপ্ত অ্যাশেজ সিরিজে লজ্জাজনক এই হারের জন্য তিনি সরাসরি দায়ী করেছেন হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম, ইংল্যান্ড ক্রিকেটের পরিচালক রব কি এবং অধিনায়ক বেন স্টোকসকে।
ডেইলি টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে বয়কট বলেন, ‘ইংল্যান্ড দলের এই তিন প্রধানই বোকামি করছেন। তিন বছর ধরে তারা একটা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন।’
ম্যাককালামের দর্শনকে আক্রমণ করে তিনি বলেন, ‘যার যেমন ইচ্ছা খেলো, চিন্তা ছাড়াই খেলো’—এই নীতিতে কাউকে জবাবদিহির মধ্যে রাখা হয় না, আবার ব্যর্থ হলেও কাউকে বাদ দেওয়া হয় না। ফলে খেলোয়াড়রা বারবার একই ভুল করে যাচ্ছে।
বয়কটের প্রশ্ন, কোচ ও অধিনায়ক যদি ঠিক পথে থাকেন, তাহলে খেলোয়াড়দের উন্নতি হচ্ছে না কেন? তার মতে, দর্শকরাও এখন এই ধরণের ক্রিকেট দেখে হতাশ। তিনি আরো সতর্ক করে বলেন, রব কি যদি এখেনো ম্যাককালামকে নিঃশর্ত সমর্থন দিয়ে যান, তাহলে তার নিজের চাকরিও ঝুঁকির মুখে পড়তে পারে।

তবে ব্যক্তিগতভাবে ম্যাককালামের প্রতি শ্রদ্ধা রেখেও সমালোচনা করেছেন বয়কট। তিনি বলেন, ‘আমি ম্যাককালামকে পছন্দ করি, তাকে অপছন্দ করে, এমন কাউকে দেখিনি। সে ইংল্যান্ড দলে নতুন কিছু এনেছে। কিন্তু সে একজন জুয়াড়ি, সব সময় জিততে চায়, অথচ নিয়মিত সফল হতে পারে না।’
‘নিজের ইচ্ছামতো খেলো’—এই অতিরিক্ত স্বাধীনতাই ইংল্যান্ড ক্রিকেটকে পিছিয়ে দিচ্ছে বলে মনে করেন সাবেক এই ওপেনার। তার মতে, দলে অনেক প্রতিভাবান তরুণ খেলোয়াড় রয়েছে, কিন্তু তাদের সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে না। ভবিষ্যতে ভালো করতে হলে পরিকল্পনা ও চিন্তাধারায় পরিবর্তন এনে একটি স্পষ্ট কাঠামোর মধ্যে দল পরিচালনা করা জরুরি।
বয়কট আরো বলেন, যদি এই তিনজনই দায়িত্বে থাকেন, তাহলে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) অবশ্যই কিছু পরিবর্তন নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে তিনি রব কি-কে আহ্বান জানান, অ্যাশেজ জয়ের অভিজ্ঞতা থাকা সাবেক কিংবদন্তি ক্রিকেটারদের সঙ্গে বসে পরামর্শ নেওয়ার জন্য, যা দলের উন্নতিতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
এদিকে আরেক সাবেক ইংলিশ অধিনায়ক মাইক আথারটনও বর্তমান দল নিয়ে সমালোচনা করেছেন। তার মতে, তরুণ ও কম অভিজ্ঞ এই ইংল্যান্ড দলটির এখন প্রয়োজন স্পষ্ট নির্দেশনা ও দৃঢ় নেতৃত্ব; আগের সেই অতিরিক্ত স্বাধীন পরিবেশ সব সময় কার্যকর নাও হতে পারে।
এসকে/টিকে