ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের পর শনিবার (১০ জানুয়ারি) থেকে আবেদনের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুনানিতে এখন পর্যন্ত জাতীয় পার্টির চারজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি।
রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে শুনানি নিচ্ছে কমিশন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররা অংশ নিয়েছেন।
আপিল শুনানি শেষে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী সাংবাদিকদের বলেন, সারা দেশে জাতীয় পার্টি থেকে ২৪৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে ২৫ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। আজ ৯ জনের প্রার্থীতা শুনানি হওয়ার কথা রয়েছে। তাদের মধ্যে পাঁচ জনের শুনানি এরইমধ্যে হয়েছে। এতে চারজন প্রার্থিতা ফিরে পেয়েছেন এবং একজনের স্থগিত হয়েছে। যেটি স্থগিত রয়েছে, সেটিতে প্রার্থী ভুলবশত যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে উল্লেখ করেছিলেন। এটি বিবেচনাধীন রয়েছে।
তিনি বলেন, আমরা আশাবাদী, আমাদের সব প্রার্থী বৈধ হবেন। যারা প্রার্থিতা ফিরে পেয়েছেন তাদের মধ্যে একটি ছিল তিতাসের গ্যাস বিল বকেয়া, যিনি বকেয়া বিল দিয়ে দিয়েছেন। একটি ছিল প্রার্থী ফরম জমা দেয়ার পরও তা গ্রহণ করা হয়নি, যেটি পুনরায় আবার জমা দেয়া হয়েছে। অপর একটিতে বৈধ নাগরিকত্ব সনদ জমা দেয়া হয়নি, যেটি পরে দেয়া হয়েছে।
উল্লেখ্য, সংশোধিত তফসিলের নির্বাচন সময়সূচি অনুযায়ী, আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সময়ে। আগামী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেবেন।
কেএন/টিকে