চলচ্চিত্র, নাটক ও সংগীত অঙ্গনের তারকাদের মিলনমেলায় জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসের ২৫তম আসর। রঙিন আলো, তারকাখচিত উপস্থিতি ও দর্শকদের উচ্ছ্বাসে মুখর ছিল পুরো অনুষ্ঠান। এবারের আয়োজনে চলচ্চিত্র, নাটক ও সংগীতের বিভিন্ন বিভাগে বছরের সেরা শিল্পী ও কলাকুশলীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা।
অনুষ্ঠানে আজীবন সম্মাননা (লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড) পেয়েছেন বরেণ্য অভিনেত্রী দিলারা জামান। চলচ্চিত্র বিভাগে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন শাকিব খান (বরবাদ) এবং সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তমা মির্জা (দাগি)।
সমালোচকদের বিচারে সেরা চলচ্চিত্র অভিনেতা হয়েছেন আরফান নিশো (দাগি) এবং সেরা চলচ্চিত্র অভিনেত্রী নির্বাচিত হয়েছেন মেহজাবীন চৌধুরী (সাবা)। পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কৃত হয়েছেন মিশা সওদাগর (বরবাদ) ও মনিরা মিঠু (দাগি)।
জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক হিসেবে সম্মাননা পেয়েছেন রায়হান রাফি (তাণ্ডব)। সমালোচকদের বিচারে সেরা চলচ্চিত্র পরিচালক নির্বাচিত হয়েছেন তানিম নূর (উৎসব)। একই সঙ্গে উৎসব সিনেমাটি অর্জন করেছে সেরা চলচ্চিত্রের স্বীকৃতি।
নাটক বিভাগে সেরা অভিনেতা হয়েছেন ফারহান আহমেদ জোভান এবং সেরা অভিনেত্রী হয়েছেন তানজিম সাইয়ারা তটিনী—দুজনই তোমাদের গল্প নাটকের জন্য পুরস্কৃত হন। সমালোচকদের বিচারে সেরা নাট্য অভিনেতা হয়েছেন জিয়াউল হক পলাশ এবং সেরা নাট্য অভিনেত্রী নির্বাচিত হয়েছেন তানজিন তিশা (ফাঁদা)। নাটকে পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কার পেয়েছেন শহীদুজ্জামান সেলিম (দেনা পাওনা) ও দীপা খন্দকার (এটা আমাদের গল্প)।
নাটক পরিচালনায় সেরা নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ (তোমাদের গল্প) এবং সমালোচকদের বিচারে সেরা নাট্য পরিচালক হয়েছেন কাজল আরেফিন অমি (ব্যাচেলর পয়েন্ট)।
সংগীত বিভাগে সেরা পুরুষ কণ্ঠশিল্পীর পুরস্কার পেয়েছেন প্রীতম আহমেদ (চাঁদ মামা, বরবাদ) এবং সেরা নারী কণ্ঠশিল্পী হয়েছেন দিলশাদ নাহার কণা (কন্যা, জ্বীন-৩)। সমালোচকদের বিচারে সেরা কণ্ঠশিল্পী নির্বাচিত হয়েছেন শমনূর মনি কোনাল (মায়াবী, বরবাদ) ও ইমরান মাহমুদুল (কন্যা)।
বিশেষ অর্জন সম্মাননা পেয়েছেন আদনান আল রাজীব। উদীয়মান তারকা হিসেবে পুরস্কৃত হয়েছেন মন্দিরা চক্রবর্তী। কোরিওগ্রাফিতে সেরা হয়েছেন ইভান শাহরিয়ার সোহাগ এবং সেরা উপস্থাপক নির্বাচিত হয়েছেন রাফসান সাবাব। ঢালিউড স্পটলাইট অ্যাওয়ার্ড পেয়েছেন সামিরা খান মাহি।
এছাড়া সেরা ব্যান্ড হিসেবে চিরকুট এবং সেরা লোকসংগীত শিল্পী হিসেবে সুলতানা ইয়াসমিন লায়লা পুরস্কার লাভ করেন। প্রবাসী শিল্পীদের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে সেরা কণ্ঠশিল্পী হিসেবে সম্মাননা পেয়েছেন রানো নেওয়াজ ও আনিক রাজ। সম্ভাবনাময় কণ্ঠশিল্পী (যুক্তরাষ্ট্র) নির্বাচিত হয়েছেন শারাব আজমান।
গীতিকারে সমালোচকদের বিচারে সেরা হয়েছেন ড. সাবরিনা রুবিন। রবীন্দ্রনাথ ঠাকুর সংগীত সম্মাননা পেয়েছেন স্বপ্নীল সজীব। ঢালিউড বিশেষ সম্মাননা (কণ্ঠশিল্পী) পেয়েছেন এস আই সুমন। সেরা গীতিকার নির্বাচিত হয়েছেন কবির বকুল (মন গলবে না)।
সমালোচকদের বিচারে সেরা সংগীত পরিচালক হয়েছেন শওকত আলী ইমন, আর জনপ্রিয়তার ভিত্তিতে সেরা সংগীত পরিচালকের পুরস্কার পেয়েছেন ইমরান মাহমুদুল। ঢালিউড সিলভার জুবিলি অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন আসিফ আকবর, রবি চৌধুরী ও আঁখি আলমগীর।
ঢালিউড চলচ্চিত্র ও সংগীত অঙ্গনের শিল্পীদের স্বীকৃতি ও অনুপ্রেরণার এই আয়োজন দর্শক ও অনুরাগীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
প্রতিবারের মতো এবারও অনুষ্ঠানটির আয়োজন করেছে শো টাইম মিউজিক অ্যান্ড প্লে। প্রতিষ্ঠানটির সিইও আলমগীর খান আলম এবং ভাইস প্রেসিডেন্ট শাহিন কবির আয়োজনে নেতৃত্ব দেন। আলমগীর খান জানান, আগামী বছর আরও বৃহৎ পরিসরে দুবাইতে এই আয়োজন করার পরিকল্পনা রয়েছে।
এসকে/টিকে