আগামীকাল থেকে শুরু হচ্ছে জাতীয় যুব হ্যান্ডবল। দশটি জেলা দুই গ্রুপে খেলবে। দুই গ্রুপের দুই শীর্ষ দল সেমিফাইনালে উঠবে। প্রতিযোগিতার ফাইনাল ১৫ জানুয়ারি।
হ্যান্ডবল ফেডারেশন বিগত সময় এই জাতীয় টুর্নামেন্ট অনেক গ্রুপ করত। এতে একটি দল দু’টির বেশি ম্যাচ পেত না। এবার গ্রুপ সংখ্যা কমিয়ে জেলাগুলো অন্তত চার ম্যাচ খেলার সুযোগ করে দেয়া হয়েছে। যুব হ্যান্ডবলে এবার পৃষ্ঠপোষক টিসিএল।
অনেক জেলায় হ্যান্ডবল লিগ হয়। এরপরও যুব হ্যান্ডবলে দল সংখ্যা কম কেন। এমন প্রশ্নের উত্তরে ফেডারেশনের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ বলেন,‘অনেক জেলা ক্রীড়া সংস্থা এখনো সক্রিয় নয়। ডিসিরা (জেলা প্রশাসক) খেলাকে এই মুহুর্তে গুরুত্ব ও অগ্রাধিকার দিতে পারছেন না।’ জেলা প্রশাসক পদাধিকার বলে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি। এখন সব জেলায় অ্যাডহক কমিটির আহ্বায়ক হিসেবে কাজ করছেন। জেলা প্রশাসককে একটি জেলার সকল প্রশাসনিকের পাশাপাশি অনেক বিষয়ের সঙ্গে সম্পৃক্ত থাকতে হয়।
আজ বিকেলে হ্যান্ডবল স্টেডিয়ামে ফেডারেশন এক সংবাদ সম্মেলন করেন। সেই সম্মেলনে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে মকবুল বলেন,‘জাতীয় চ্যাম্পিয়নশীপে সার্ভিসেস সংস্থার বাইরে থাকা দলগুলোর মধ্যে যারা শীর্ষ দশ তাদের নিয়েই এই টুর্নামেন্ট হচ্ছে।’
এসকে/টিকে