বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে চট্টগ্রাম রয়্যালস। সর্বোচ্চ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে সাগরপাড়ের দলটি। চট্টগ্রামকে শীর্ষে রাখার প্রধান কারিগর ওপেনার অ্যাডাম রসিংটন। কিন্তু চট্টগ্রামের জন্য দুঃখের খবর, বিপিএল থেকে ছিটকে গেলেন এই ইংলিশ ওপেনার।
এক বিবৃতির মাধ্যমে রসিংটনের ছিটকে যাওয়ার বিষয়টি জানিয়েছে চট্টগ্রাম ক্লাব কর্তৃপক্ষ।
চট্টগ্রাম থেকে পাঠানো এক বিবৃতি বলা হয়, রাজশহাী ওয়ারিয়র্সের বিপক্ষে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করার সময় বাঁ হাতে চোট পান অ্যাডাম রসিংটন। তার ইনজুরি এতটাই গুরুত্বর যে, পুরো বিপিএল থেকেই ছিটকে গেছেন তিনি।
চলতি বিপিএলে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন রসিংটন। টানা তৃতীয় ফিফটির পর ইতিহাস গড়ার পথেই ছিলেন তিনি। কিন্তু চতুর্থ ম্যাচে তার ইনিংস ৪৯ রানে থামলে রেকর্ড গড়া হয়নি। এরপরও বিপিএলের এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার উপরেই আছেন ইংলিশ তারকা।
মাত্র ৬ ম্যাচে সর্বোচ্চ ২৫৮ রান সংগ্রহ করেছেন রসিংটন। ফিফটির দেখা পেয়েছেন মোট তিনটি। ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ৭৩। প্রায় ১৪০ স্ট্রাইক রেটে ব্যাট করা রসিংটনের গড় ৬৫।
এদিকে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে চট্টগ্রাম রয়্যালস। ৭ ম্যাচ খেলে সর্বোচ্চ ১০ পয়েন্ট সংগ্রহ করেছে তারা। অবশ্য পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা রংপুরের চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে চট্টগ্রাম। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রংপুর।
আরআই/টিকে