কোনো দুষ্কৃতিকারী বিএনপি করতে পারবে না: রবিউল আলম

ঢাকা-১০ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ রবিউল আলম রবি বলেছেন, কোনো দুষ্কৃতিকারী বিএনপি করতে পারবে না। অন্য কোনো রাজনীতির নামে, দলের নামে বা ব্যক্তির নামে এই অঞ্চলে কোনো প্রভাব প্রতিষ্ঠা করতে পারবে না। এলাকাবাসীর নিরাপত্তা, আত্মমর্যাদা এবং পারিবারিক স্বস্তি এই সবকিছুর দায়িত্ব আমাদের।

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর রায়েরবাজার বাংলা সড়কের গলিতে এক অনুষ্ঠানে শেখ রবি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আপনারা এই সমাজে বসবাস করেন। কোনো উদ্বেগের মধ্যে থাকবেন না, কোনো ভীতির মধ্যেও থাকবেন না। কোনো অনৈতিক শক্তির কাছে মাথা নত করবেন না।

রবিউল আলম বলেন, আমরা রাজনীতিতে পরিবর্তন চাই সামাজিক আচরণ, দলীয় আচরণ ও রাষ্ট্র পরিচালনায়। এই পরিবর্তন একমাত্র সম্ভব আপনাদের অংশগ্রহণের মাধ্যমে। জনগণ ও রাজনীতিবিদদের মধ্যে সমন্বয় তৈরি করা দরকার। আপনাদের নিরাপত্তা, পারিবারিক শান্তি ও আত্মমর্যাদা রক্ষা করাই আমার লক্ষ্য। নির্বাচিত হলে পাইপলাইনে থাকা গ্যাস সংযোগে সরবরাহ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন ধানের শীষের এই প্রার্থী।

তিনি বলেন, সরকারকে আমি উদ্বুদ্ধ করব- যাতে তারা প্রকল্প গ্রহণ, অর্থ বরাদ্দ এবং জরাজীর্ণ লাইন পুনঃস্থাপন করে সংযোগ সচল রাখে। কারণ, মানুষ টাকা দিচ্ছে, কিন্তু গ্যাস পাচ্ছে না। আগামী সরকার যেন এই সংযোগ স্থাপনাগুলো বজায় রাখে এবং মানুষ বাংলাদেশে গ্যাস থাকা পর্যন্ত তা অবাধে পায়। এটি নিশ্চিত করার দায়িত্ব আমি গ্রহণ করব।

রবিউল বলেন, নির্বাচিত সরকার আসার পর আমরা নিশ্চিত করব যে গ্যাস অবাধে পৌঁছায়। এটি শুধু আমার ব্যক্তিগত সমস্যা নয়, এটি পুরো এলাকার মানুষের সমস্যা। তাই কালকেই সমস্যা সমাধান হবে। এভাবে আশ্বাস দেওয়া বাস্তবসম্মত নয়। আপনারা আমার প্রতিবেশী, রাষ্ট্রের মালিক ও সম্মানিত নাগরিক। আপনাদের অধিকার রক্ষা করা আমার দায়িত্ব।

তিনি বলেন, আমাদের রাষ্ট্র সমস্যাপূর্ণ। পানির সরবরাহ, ড্রেনেজ, রাস্তাঘাট, যানজট, পার্কিং, ক্লিনিং সবই সমস্যা। বৃষ্টিতে জলাবদ্ধতা হয়, ড্রেনেজ জরাজীর্ণ, লাইট কাজ করে না। সিটি করপোরেশন দীর্ঘ সময় স্থবির। বর্তমান সরকার সংস্কার ও সমস্যার সমাধানে কার্যকর চেষ্টা করছে না। সব সমস্যার সমাধান তখনই সম্ভব, যখন নির্বাচিত সরকার আসবে এবং আপনারা একজন দায়বদ্ধ প্রতিনিধি নির্বাচিত করবেন- যিনি সমস্যা বুঝবেন, চিহ্নিত ও সমাধানে অঙ্গীকারবদ্ধ থাকবেন এবং জনগণের সঙ্গে আত্মিক, প্রতিবেশী সুলভ সম্পর্ক রাখবেন। একজন কার্যকর জনপ্রতিনিধির মাধ্যমে অনেক সমস্যা সমাধান সম্ভব।

শেখ রবিউল আলম বলেন, আপনি যদি টেকসই উন্নয়ন চান, সমস্যার সমাধান চান, রাজনীতিতে গুণগত পরিবর্তন চান- আপনারাই মূল শক্তি। আপনাদের অংশগ্রহণ আমাদের কার্যক্রমকে শক্তিশালী করবে। রাজনীতিবিদদের দায়িত্ব হলো জনগণের সেবক হয়ে পাশে থাকা, এটাই আমাদের কালচার।

তিনি আরও বলেন, বিএনপি আমাকে মনোনীত করেছে। আগের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাননি, এবারও দল আমার প্রতি আস্থা রেখেছে। আপনারা যদি আমাকে মূল্যবান রায়ের মাধ্যমে পাশে রাখেন, আমি সেই দায়িত্ব মর্যাদার সঙ্গে পালন করব।

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে ভালোই হয়েছিল : মঈন Jan 11, 2026
img
বয়সের ফারাক নাকি সমবয়স, কোন সম্পর্কে স্থায়িত্ব বেশি? Jan 11, 2026
img
বিশ্বাস করতাম ষড়যন্ত্র টিকবে না, আমার সঙ্গে মবক্রেসি করা হয়েছে : মান্না Jan 11, 2026
img
রাঙ্গুনিয়ায় মির্জা ফখরুলের উপর হামলা : দ্রুত চার্জশিট জমার নির্দেশ Jan 11, 2026
img
খসড়া প্রস্তুত, আমদানি নীতি আদেশে বড় পরিবর্তন আসছে : বাণিজ্য উপদেষ্টা Jan 11, 2026
img
ফের বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশি সাইদুর রহমান Jan 11, 2026
img
‘ইন্ডিয়ান আইডল ৩’ বিজয়ী গায়ক প্রশান্ত তামাং আর নেই Jan 11, 2026
img
সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে : বুলু Jan 11, 2026
img
রমজানকে সামনে রেখে পণ্যদ্রব্যের দাম পর্যালোচনার সভা ১৯ জানুয়ারি Jan 11, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজন করতে চায় পাকিস্তান Jan 11, 2026
img
মুক্তির পরদিনই পাইরেসির শিকার প্রভাসের ‘দ্য রাজা সাব’ Jan 11, 2026
বিপদে পড়লে যা করবেন | ইসলামিক টিপস Jan 11, 2026
img
মেঘনায় ট্রলারডুবিতে নিখোঁজ ৪ Jan 11, 2026
img
অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে ৬ শতাধিক অ্যাকাউন্ট ব্লক Jan 11, 2026
img
জটিল রোগে নাচ বন্ধের আশঙ্কা তবুও হার মানেননি হৃতিক! Jan 11, 2026
img
হৃদয়ের অপরাজিত ৯৭ রানে রংপুরের বড় সংগ্রহ Jan 11, 2026
img
বাগেরহাটে ১২ এনসিপি নেতার পদত্যাগ Jan 11, 2026
img
গণভোট নয়, শুধু সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে ইইউ মিশন Jan 11, 2026
img
আর্জেন্টিনায় ভয়াবহ দাবানলে বনভূমি পুড়ে ছাই Jan 11, 2026
img
অস্ট্রেলিয়ায় ঘূর্ণিঝড় ‘কোজি’র আঘাতে বিদ্যুৎ বিপর্যয় Jan 11, 2026