ধারাবাহিকের পর্দায় দীর্ঘদিন ধরেই খলচরিত্রে চেনা মুখ আয়েন্দ্রি রায়। কঠিন দৃষ্টি, সংলাপের তীক্ষ্ণতা আর উপস্থিতির ভারে দর্শকের মনে দাগ কেটেছে তাঁর অভিনয়। সেই আয়েন্দ্রির কেরিয়ারে এবার আসছে নতুন বাঁক। রাজ চক্রবর্তীর বহুল আলোচিত সিরিজ ‘আবার প্রলয় ২’-এ তাঁকে দেখা যাবে একেবারে ভিন্ন মেজাজে, যেখানে ভিলেনের ছায়া পেরিয়ে নেতৃত্বের কেন্দ্রে উঠে আসার গল্পই মূল আকর্ষণ।
প্রথম সিজনের সাফল্যের পর ‘আবার প্রলয়’-এর দ্বিতীয় অধ্যায়ের শুটিং শুরু হয়েছিল গত বছরের নভেম্বরের মাঝামাঝি। নতুন রূপে ফিরে আসা এই সিরিজ ঘিরে দর্শকের আগ্রহ শুরু থেকেই তুঙ্গে। সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে আয়েন্দ্রির যুক্ত হওয়া। জানা যাচ্ছে, এই সিরিজে তিনি থাকছেন দলনেত্রীর ভূমিকায়। চরিত্রটি একরৈখিক নয়, বরং একাধিক স্তর আর চমকপ্রদ মোড়ে ভরা। গল্প এগোনোর সঙ্গে সঙ্গে তাঁর চরিত্রে আসবে পালাবদল, যা দর্শককে বারবার নতুন করে ভাবতে বাধ্য করবে।
বাংলা টেলিভিশনে নিয়মিত কাজের পাশাপাশি আয়েন্দ্রি এর আগেই হিন্দি ইন্ডাস্ট্রিতেও অভিনয়ের অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। মুম্বইয়ে দীর্ঘ সময় কাটিয়ে নানা প্রকল্পে কাজ করেছেন তিনি। তবু বাংলা ও হিন্দি দু’দিকেই সমানতালে কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা বারবার জানিয়েছেন অভিনেত্রী। সেই ধারাবাহিকতায় এবার ডিজিটাল মাধ্যমে বাংলা বিনোদুনিয়ায় তাঁর নতুন যাত্রা শুরু হতে চলেছে।
‘আবার প্রলয় ২’-এ আয়েন্দ্রির পাশাপাশি দেখা যাবে সৌরসেনী মৈত্রকে। আগের সিজনে কৌশানী মুখোপাধ্যায়ের ব্যতিক্রমী চরিত্র দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। নতুন সিজনে সেই উত্তরাধিকার আরও বিস্তৃত হবে বলেই ইঙ্গিত মিলছে।
এই সিরিজের মূল প্রেক্ষাপট গড়ে উঠেছিল এক যুগ আগের এক আলোচিত হত্যাকাণ্ডকে কেন্দ্র করে। বড়পর্দায় যে গল্পের সূচনা, তা পরবর্তীতে ধারাবাহিক রূপে দর্শককে নতুন করে চমকে দিয়েছিল। ইন্সপেক্টর অনিমেষ দত্তর চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনয় ছিল সেই সাফল্যের অন্যতম স্তম্ভ। জানা যাচ্ছে, দ্বিতীয় সিজনেও একই চরিত্রে ফিরছেন তিনি। পাশাপাশি থাকছেন লোকনাথ দে, ওম সাহানি, অনুজয় ভট্টাচার্যসহ আরও পরিচিত মুখ।
সব মিলিয়ে ‘আবার প্রলয় ২’ শুধুই একটি সিক্যুয়েল নয়, বরং পরিচিত চরিত্রের নতুন দিক, নতুন মুখের চমক আর গল্পের গভীরতায় ভর করে এক নতুন অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিচ্ছে। আর সেই যাত্রাপথে আয়েন্দ্রি রায়ের এই রূপান্তরই হয়ে উঠছে সবচেয়ে কৌতূহলোদ্দীপক অধ্যায়।
আরপি/টিকে