অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি। বহু বছর ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা। তাই খুব স্বাভাবিকভাবেই অনুরাগীদের মনে বারবার ঘুরে ফিরে আসে একটাই প্রশ্ন- কবে বিয়ের পিঁড়িতে বসবেন অঙ্কুশ-ঐন্দ্রিলা? যদিও এই প্রশ্ন উঠলেই এতদিন মজার ছলেই বিষয়টা এড়িয়ে যেতেন তাঁরা। তবে এবার প্রথমবার এই সিদ্ধান্তের আসল কারণ খোলাখুলি জানালেন এই তারকা জুটি।
ভারতীয় একটি গনমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অঙ্কুশ বলেন, ‘বিয়ের পর যে জীবনটা থাকত- যেমন সন্তান- সেটা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ নয়। আমাদের পরিবার থেকেও এই নিয়ে কোনও চাপ নেই। তাই আমরা জীবনটাকে উপভোগ করছি। কাজের মধ্য দিয়েই আনন্দ খুঁজে নিচ্ছি।’
এরপর তিনি আরও যোগ করেন, ‘আমি অনেক জ্ঞানী মানুষকে বলতে শুনেছি, যদি ঠিকঠাক মনের টান থাকে, তাহলে সেটা ধরে রাখতে গেলে বিয়ে না করাই ভালো। এমন অনেক মানুষকেও দেখেছি, যাঁদের ২৫-৩০ বছর পর বিচ্ছেদ হয়ে গিয়েছে, তাঁরাও বলেছেন- বিয়ে কোরো না। হয়তো একসময় মানুষ একে অপরকে টেকেন ফর গ্র্যান্টেড নিতে শুরু করে।’
অঙ্কুশের কথায় উঠে আসে সমাজের চাপের প্রসঙ্গও। তিনি বলেন, ‘অনেকের কাছে পরবর্তী প্রজন্ম খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তাই “বয়স পেরিয়ে যাচ্ছে” বিষয়টা তাঁদের কাছে সমস্যা হয়ে দাঁড়ায়। কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা নয়। আমাদের কাছে বিয়ে মানে একসঙ্গে থাকা, জীবনটাকে উপভোগ করা।’
এরপর হালকা মেজাজে তিনি বলেন, ‘আমাদের বাংলা ইন্ডাস্ট্রি টলমল টলমল করছে। তাই আমরা স্থিতিশীল হয়ে গিয়েছি- এটা কবে, কীভাবে বলব, বুঝতে পারছি না!’
অঙ্কুশের কথার রেশ ধরেই মজার ছলে ঐন্দ্রিলা বলেন, ‘আমাদের ছবি যদি ব্লকবাস্টার হয়, তাহলে আপনারা টিকিট কেটে দেখছেন, আমাদের ঘরে টাকা ঢুকছে- আমরা বিয়ে করব। কিন্তু যদি ছবি না দেখেন, টাকা না দেন, তাহলে প্রশ্ন করবেন না কেন আমরা বিয়ে করছি না বা বিয়ের আগে একসঙ্গে থাকছি কেন!’
সবশেষে অভিনেত্রীর স্পষ্ট বার্তা- ‘আগে টিকিট কাটুন, তারপর আপনাদের টাকাতেই আমরা বিয়ে করব!’
এমআই/টিএ