আজ কৌতুক অভিনেতা দিলদার-এর জন্মদিন। তিনি ১৯৪৫ সালের ১৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন এবং চলচ্চিত্র জগতে কৌতুকের এক আলাদা ছাপ রেখে গিয়েছিলেন। চলচ্চিত্রের ইতিহাসে তার উপস্থিতি দর্শক ও সমালোচক উভয়কেই মুগ্ধ করতো।
দিলদার ১৯৭৫ সালে মুক্তিপ্রাপ্ত “কেন এমন হয়” চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। এরপর থেকে তিনি বিভিন্ন চলচ্চিত্রে কৌতুকপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে বিশেষ স্থান করে নেন। তার অভিনয় ছিল স্বাভাবিক, প্রাণবন্ত এবং দর্শকের মুখে হাসি ফোটানোর এক অনন্য হাতিয়ার।
২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত “তুমি শুধু আমার” চলচ্চিত্রের জন্য তিনি সেরা কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এই অর্জন তার অভিনয় জীবনের এক মাইলফলক হিসেবে বিবেচিত হয়।
দিলদার ১৩ জুলাই ২০০৩ সালে না ফেরার দেশে পাড়ি জমান। আজও তার অভিনয়, কমেডি প্রতিভা এবং চরিত্রের অনবদ্য ছাপ চলচ্চিত্রপ্রেমীদের মনে অমর। কৌতুক জগতের এই নায়ককে স্মরণ করে আজও বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমীরা শ্রদ্ধার সঙ্গে তার জন্মদিন উদযাপন করছেন।
এমকে/টিএ