‘গুরু’তে ঐশ্বরিয়ার অনন্ত সৌন্দর্য
কখনও কখনও সময়রেখায় একটু সৌন্দর্যই যথেষ্ট—আর সেই সৌন্দর্যের নাম ঐশ্বরিয়া রাই। ‘গুরু’ ছবিতে সুজাতা দেশাই চরিত্রে তার অভিনয় শুধু আবেগঘনই নয়, ছিল সৌম্যতা, দৃঢ়তা ও সরলতার এক অনন্য মেলবন্ধন। চোখের গভীর অভিব্যক্তি থেকে শুরু করে প্রতিটি দৃশ্যে তার স্বাভাবিক আকর্ষণ দর্শকের মনে স্থায়ী ছাপ ফেলেছিল।
ঐতিহ্যবাহী সাজ, সংযত আবেগ আর চরিত্রের ভেতরের শক্তি—সব মিলিয়ে ঐশ্বরিয়া যেন পর্দায় এক শান্ত অথচ প্রভাবশালী উপস্থিতি। তার অভিনয়ে ছিল না বাড়াবাড়ি, ছিল অনুভবের গভীরতা। ‘গুরু’ শুধু একটি অভিনয় নয়, বরং ঐশ্বরিয়ার কেরিয়ারের এক স্মরণীয় অধ্যায়। আজও সেই ছবির স্থিরচিত্রগুলো দেখলে ফিরে আসে এক বিশেষ সময়ের আবহ, যা সৌন্দর্য ও অনুভূতির ভাষায় কথা বলে।
এবি/টিএ