নন্দনের স্ক্রিনিংয়ে দর্শকরা এবার দেখবেন রাজ চক্রবর্তী পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘রাজ্যের উন্নয়নের পাঁচালি’। নির্বাচনের মুখে এই সিনেমা শুধু বিনোদনই নয়, রাজ্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রভাবও তুলে ধরছে। চলচ্চিত্রে দেখা যাবে, কিভাবে সাধারণ মানুষ বিভিন্ন প্রকল্প থেকে উপকৃত হচ্ছেন, সমাজে তার প্রভাব কীভাবে পড়ছে।
এই ছবিতে দীর্ঘদিন বাদে টলিপাড়ার জনপ্রিয় জুটি শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও অঙ্কুশের সঙ্গম হয়েছে। রাজ চক্রবর্তী-শুভশ্রীর এই জুটি আগে যেমন দর্শকমহলে তাক লাগাতো, এবারও তাদের ফ্রেমে বিন্যাসিত গল্প দর্শকদের মন জয় করবে বলে আশা করা যাচ্ছে। স্বল্পদৈর্ঘ্যের ছবির এক ঘন্টায় এমন বিষয় ফুটিয়ে তোলা হয়েছে, যা রাজনৈতিক প্রেক্ষাপটে জনমত গঠনে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছে টলিপাড়া।
প্রকাশিত তথ্য অনুযায়ী, বুধবার নন্দন-২ প্রেক্ষাগৃহে স্ক্রিনিং অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খোদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়া টলিপাড়ার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বও উপস্থিত থাকবেন। নির্বাচনের প্রাক্কালে এই চলচ্চিত্র দর্শকদের কাছে রাজনৈতিক বিষয়বস্তুর সঙ্গে বিনোদনের এক অনন্য সংমিশ্রণ হিসেবে প্রভাব ফেলবে।
পিআর/টিএ