বিনোদন জগতে ক্রমেই বাড়ছে পরিকল্পিত নেতিবাচক প্রচার এবং অনলাইন ট্রোলিংয়ের প্রবণতা। এই বিষাক্ত সংস্কৃতির বিরুদ্ধে এবার সরব হলেন অভিনেত্রী সোনাল চৌহান। প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়ে তিনি জানিয়েছেন, অর্থের বিনিময়ে পরিচালিত নেতিবাচক প্রচার সহকর্মী শিল্পীদের সম্মান ও মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছে।
সোনালের বক্তব্য, ইচ্ছাকৃতভাবে অন্য অভিনেতাকে হেয় করার এই কৌশল এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তিনি প্রশ্ন তুলেছেন, একই ইন্ডাস্ট্রিতে কাজ করেও কেন একে অপরের সাফল্যে খুশি হওয়া যায় না। তার মতে, এই ধরনের আক্রমণ শুধু ব্যক্তিগত ভাবমূর্তি নষ্ট করে না, বরং গোটা সৃজনশীল পরিবেশকে বিষিয়ে তোলে।
সোনালের এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন তার আগেই তারা সুতারিয়া ও তাপসী পান্নুর মতো অভিনেত্রীরাও একই অভিযোগ তুলেছেন। ক্রমশ একের পর এক তারকা মুখ খুলতে শুরু করায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বিনোদন মহলে।
অভিনেত্রী মনে করেন, সুস্থ প্রতিযোগিতা শিল্পকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু পরিকল্পিত কুৎসা এবং ট্রোলিং শিল্পীদের মানসিক সুস্থতা নষ্ট করে দেয়। বিশেষ করে নারী অভিনেত্রীরা এই আক্রমণের শিকার বেশি হচ্ছেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।
আগামী ছবি ‘মির্জাপুর: দ্য ফিল্ম’-এর প্রচারের মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করে সোনাল জানিয়েছেন, তারকাখ্যাতির আসল মানে অন্যকে টেনে নামানো নয়, বরং পারস্পরিক সম্মান, সহানুভূতি এবং সৌহার্দ্য বজায় রাখা। তার বার্তা স্পষ্ট কারও পতনের ওপর দাঁড়িয়ে সাফল্য গড়ে তোলা কখনওই প্রকৃত সাফল্য হতে পারে না।
পিআর/টিএ