টেলিভিশনের শুটিং চলাকালীন দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পরিচালক সাজিদ খানকে নিয়ে উদ্বেগে পড়েছিলেন অনেকে। একতা কাপুর প্রযোজিত একটি অনুষ্ঠানের শুটিংয়ের দায়িত্বে ছিলেন তিনি। সেই কাজের মাঝেই দুর্ঘটনার শিকার হন সাজিদ। পরে ক্যামেরার সামনে হাজির হতেই সবার মুখে একটাই প্রশ্ন, এখন কেমন আছেন তিনি।
কিন্তু সেই প্রশ্নেই বিরক্তি প্রকাশ করতে দেখা যায় পরিচালককে। সংবাদমাধ্যমের সামনে তিনি জানান, এমন প্রশ্ন করার কোনও মানে নেই। তার কথায়, চোখের সামনেই তো দেখা যাচ্ছে কী অবস্থায় আছেন। একটি পা ভেঙে গেছে, অন্য পায়ে অস্ত্রোপচার হয়েছে বলেও জানান তিনি। তবে শারীরিক অবস্থার চেয়ে বেশি আলোচনায় এসেছে তার উত্তরের ভঙ্গি।
সাজিদের কথাবার্তার ধরন ভালোভাবে নেননি দর্শকের একাংশ। সামাজিক মাধ্যমে অনেকেই তার আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ লিখেছেন, সহানুভূতির প্রশ্নের এমন জবাব দেওয়া উচিত নয়। আবার কেউ মন্তব্য করেছেন, নিজের কথা বলার ভঙ্গি আরও সংযত হওয়া প্রয়োজন।
এই ঘটনাকে ঘিরে ফের আলোচনায় উঠে এসেছে সাজিদ খানের অতীতও। কয়েক বছর আগে বিনোদন জগতে আলোড়ন তোলা যৌন হেনস্থার অভিযোগে তার নাম জড়িয়েছিল। সেই সময় থেকেই ইন্ডাস্ট্রিতে তার অবস্থান নড়বড়ে হয়ে যায়। একের পর এক কাজ হাতছাড়া হয়, আর্থিক সংকটের মুখে পড়েন তিনি। মানসিক অবসাদেও ভুগেছিলেন বলে জানা যায়।
দীর্ঘ বিরতির পর টেলিভিশনের মাধ্যমে কাজে ফেরার সুযোগ পেয়েছিলেন সাজিদ। কিন্তু সেই প্রত্যাবর্তনের পথেই আবার দুর্ঘটনা এবং নতুন বিতর্ক। ফলে প্রশ্ন উঠছে, কাজের জগতে ফেরার এই লড়াইয়ে কতটা স্বস্তি পাবেন পরিচালক, নাকি বিতর্কই তার পিছু ছাড়বে না।
পিআর/টিএ