উদয়পুরের স্বপ্নের বিয়ের পর মুম্বাইতে জমকালো উৎসব নূপুর-স্টেবিনের
মোজো ডেস্ক 08:45PM, Jan 14, 2026
উদয়পুরের স্বপ্নের বিয়ের পর বলিউডে জমকালোভাবে উদযাপিত হলো নূপুর সেনন ও গায়ক স্টেবিন বেনের বিবাহ উৎসব। মুম্বাইয়ে আয়োজিত রিসেপশনে এ উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগতের শীর্ষ তারকারা, যার মধ্যে ছিলেন কৃতি সেনন, ফারাহ খান এবং দিশা পাটানি। তাদের উপস্থিতি সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও ও ছবি ছড়িয়ে দিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
নূপুর লাল গাউন পরেই সকলের নজর কাড়লেন, আর স্টেবিন কালো পোশাকে ছিলেন নিখুঁত দাপটের সঙ্গে। তবে আসল আলোচনার কেন্দ্রবিন্দু ছিল উপস্থিত অতিথিদের রূপ ও স্টাইল। কৃতি সেনন ঝলমলে সবুজ শাড়িতে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন, ফারাহ খান নীল ও গোলাপি সংযোজনের ঐতিহ্যবাহী পোশাকে ছিলেন অত্যন্ত মোহনীয়, আর দিশা পাটানি সাহসী ব্যাকলেস লাল সাটিন গাউনে পারফেক্ট কনফিডেন্স ও স্টাইল দেখিয়েছেন।
এই বিবাহযাত্রা ছিল একদিকে ব্যক্তিগত প্রেমের আবেগ, অন্যদিকে সমাজ ও মিডিয়ার জন্য জমকালো উদযাপন। হৃদয়স্পর্শী প্রতিশ্রুতি, ফ্যাশনের ছোঁয়া এবং বলিউডের হাইলাইটে মিলে নূপুর-স্টেবিনের বিয়েটি হয়ে উঠেছে সমালোচক ও দর্শকের নজরের কেন্দ্রবিন্দু। বর্তমান বলিউডে এই উজ্জ্বল মুহূর্ত নিয়ে আলোচনার শেষ নেই।