দিশা পাটানির প্রেমের গুঞ্জনকে নতুন মাত্রা দিয়েছে পাঞ্জাবি গায়ক তালবিন্দর সিং সিধুর প্রাক্তন প্রেমিকা সোনি কৌর। নেটভুবনে এক বিস্ফোরক পোস্টে সোনি সতর্ক করে লিখেছেন, “এটা শুধু এইচআইভি ও যৌনরোগের বিষয় নয়, মানুষ অভিশাপও বয়ে আনে। রাতে কার শয্যাসঙ্গী হচ্ছেন, সে বিষয়ে সতর্ক থাকুন।”
দিশা ও তালবিন্দরের ‘মাখামাখি’ মুহূর্ত নুপূর সেননের বিয়ের আসরে ভাইরাল হওয়া ভিডিও থেকেই শুরু হয় গুঞ্জন। তালবিন্দর সঙ্গীতজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন হিপহপ, আরঅ্যান্ডবি ও পপের মিশ্রণ দিয়ে। ২০১৮ সাল থেকে একাধিক হিট গান উপহার দিয়েছেন তিনি। তবে এই শোনামি বিষয় নিয়ে দিশা বা তালবিন্দর এখনও মুখ খুলেননি।
নেটপাড়া তোলপাড় হলেও, পারস্পরিক ব্যক্তিগত জীবনের বিষয়ে কোন মন্তব্যই পাওয়া যায়নি। দিশা-তালবিন্দরের সম্পর্ক নিয়ে আলোচনা থাকলেও, গায়ক-অভিনেত্রী এখনো নিজস্ব পথে শান্ত রয়েছেন।
পিআর/টিএ