মল্লিকবাড়িতে বুধবার বিকেলে জমকালো মিলন হলো, যেখানে প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক তুঁতে রঙের পাঞ্জাবিতে সেজে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যাকে স্বাগত জানান। সঙ্গে ছিলেন অভিনেতার স্ত্রী দীপা মল্লিক এবং তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়।
প্রায় এক ঘণ্টা ধরে চলা এই বৈঠকে মূলত গত ১৫ বছরে টলিউডে ও চলচ্চিত্র জগতে কী কাজ হয়েছে, তা নিয়ে আলাপ হয়। তবে শুধুই কাজের বিষয় নয়, সাধারণ কথাবার্তাও হয়। তবে রাজনীতির সম্ভাবনা নিয়ে কোনও আলোচনা হয়নি বলে রঞ্জিত মল্লিক সাংবাদিকদের জানান।
অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সচেতন হওয়ায় অতিথি স্বাগত স্মরণীয় হলেও খুবই সরল। তিনি কেবল অর্ধেক কাপ দুধ চা খেয়েছেন। সিনেমা নিয়ে আলাপের সময় অভিষেক তাঁর প্রিয় ছবির কথা স্মরণ করেন। সাত বছর বয়সে ‘গুরুদক্ষিণা’ ছবিটি দেখার অভিজ্ঞতা শেয়ার করে তিনি রঞ্জিতের প্রতি ভালবাসা প্রকাশ করেছেন।
রঞ্জিত মল্লিক জানান, “ছেলে খুবই ভদ্র, আমার অনেক ছবি দেখেছে। সে সময় আমি অভিনয় প্রায় ছেড়ে দিয়েছি, তবে সে তখন থেকেই কাজের প্রতি আগ্রহী।” সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক নিজেও বলেছিলেন, রঞ্জিত মল্লিক তার প্রিয় অভিনেতাদের মধ্যে একজন।
মল্লিকবাড়ির এই বৈঠক সিনেমা ও ব্যক্তিগত অভিজ্ঞতার মিশ্রণ, যা দর্শক ও অনুরাগীদের জন্যও নতুন গল্পের সূচনা হয়ে উঠেছে।
পিআর/টিএ