বলিউডে বারবার নতুন সম্পর্কের গুঞ্জন নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন মালাইকা আরোরা। ২০২৪ সালে অর্জুন কপূরের সঙ্গে বিচ্ছেদের পর থেকে অভিনেত্রী নিজেকে বারবার ‘সিঙ্গল’ ঘোষণা করেছেন। তার আগে আরবাজ খানের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনের ভাঙনেও কখনও কাদা ছোড়াছুড়ি বা বিতর্কে জড়াননি তিনি।
সম্প্রতি এক গানের অনুষ্ঠানে মালাইকা দেখা গেল হর্ষ মেহতার সঙ্গে, যিনি বেলজিয়ামে হিরের ব্যবসা পরিচালনা করেন। নেটিজেনরা সঙ্গে সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছড়ায়। তবে মালাইকা স্পষ্ট করে জানিয়েছেন, নিত্যনতুন গুঞ্জন ও সমকামী বা বিবাহিত পুরুষের সঙ্গে নাম জড়ানো নিয়ে তিনি মাথা ঘামান না। তিনি বলেন, ‘‘আমরা এখন এসব নিয়ে হাসাহাসি করি।’’
মালাইকা দৃঢ়প্রতিজ্ঞ, তিনি সারাজীবন সেই কাজ করবেন যা তাঁকে আনন্দ দেয় এবং মানুষ যেন তাঁকে সেইভাবেই মনে রাখে। ব্যক্তিগত জীবন নিয়ে কখনও বিতর্কে পড়তে চান না তিনি। বারবার নিজেকে ‘সিঙ্গল’ ঘোষণা করলেও মালাইকার জীবনধারা ও পেশাদারিত্ব এখনও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে।
পিআর/টিএ