রিয়াল মাদ্রিদ জাভি আলোনসোকে বরখাস্ত করে নিয়োগ দিয়েছে আলভারো আরবেলোয়াকে। ঘটনার তিন পার হলেও রিয়াল মাদ্রিদ নিয়ে আলোচনা এখনও তুঙ্গে। এবার সেই আলোচনায় নতুন করে ঘি ঢেলেছেন মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। তিনি কোচ হিসেবে চাইছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনিকে।
সাম্প্রতিক তথ্য বলছে, পেরেজ খুব স্পষ্টভাবে ঠিক করে রেখেছেন পরবর্তী প্রকল্পে তিনি কাকে দায়িত্ব দিতে চান। স্প্যানিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনিকেই রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে আদর্শ মনে করছেন পেরেজ।
ক্লাব বোর্ডের শীর্ষ মহলের দৃষ্টিতে স্কালোনি পুরোপুরি মানানসই। তাদের মতে, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে তিনি শৃঙ্খলা, শান্ত নেতৃত্ব ও আবেগ-বুদ্ধিমত্তার ভারসাম্য বজায় রাখার সক্ষমতা প্রমাণ করেছেন। আর্জেন্টিনার সঙ্গে স্কালোনির উত্থানের গল্প, অভিজ্ঞতাকে মাদ্রিদ বড় সম্পদ হিসেবে দেখছে।
একটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা শিরোপা এবং ফিনালিসিমা জয় তাকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে সফল আন্তর্জাতিক কোচদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, রিয়াল মাদ্রিদের সিদ্ধান্ত গ্রহণকারীদের মতে, এই শিরোপাগুলো এমন একটি পদ্ধতির প্রমাণ করে যা দলীয় ঐক্য বজায় রেখেই একটি ফল এনে দেয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফ্লোরেন্তিনো পেরেজ ইতিমধ্যেই বোর্ডে নিজের পছন্দের কথা জানিয়েছেন। ধারণা করা হচ্ছে ২০২৬ বিশ্বকাপের পর আর্জেন্টিনার সঙ্গে স্কালোনির দায়িত্ব শেষ হলে তাকেই রিয়াল মাদ্রিদের দায়িত্ব দেয়া হতে পারে।
এসকে/টিএ