শীতের রোদ আর স্নিগ্ধ পোশাকে ফেসবুকে ভাইরাল হয়ে উঠেছেন টলিউডের লেডি সুপারস্টার শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সদ্য সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’-তে বিনোদিনীর চরিত্রে প্রশংসা কুড়ানোর পর শুভশ্রী সোশাল মিডিয়ায় শ্বেতশুভ্র স্নানপোশাকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। ছবিগুলোতে তিনি বিছানায় আলগোছে এলিয়ে দিয়ে এবং ক্যামেরার দিকে মিষ্টি হাসি দিয়ে অনুরাগীদের মন জয় করেছেন।
অনুরাগীরা অবশ্য শুধুই প্রশংসাই করেননি। ইন্ডাস্ট্রির একাধিক তারকা, স্বস্তিকা দত্ত, জন ভট্টাচার্য সহ, শুভশ্রীর ফটোশুটে পঞ্চমুখ হয়েছেন। তবে সবচেয়ে দৃষ্টি আকর্ষণ করেছে অভিনেত্রী মৌনী রায়ের মন্তব্য। তিনি শুভশ্রীকে ‘মাই স্টানার’ বলে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। টলিউডে শুভশ্রীর সঙ্গে মৌনীর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্কের কথা অনেকেই জানেন।
শুভশ্রীর সাম্প্রতিক ফিল্মি গ্রাফ, নিত্যনতুন ফটোশুট এবং ব্যক্তিগত স্টাইলের সঙ্গে মিলিয়ে অনুরাগীরাও তাঁর প্রশংসা করতে ছাড়েননি। সামাজিক মাধ্যমে এই ছবিগুলো শেয়ার হওয়া মাত্রই ভাইরাল হয়ে যায় এবং শুভশ্রীর ভক্তরা মুগ্ধ হয়ে পড়েন।
পিআর/টিএ