চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর দাফন সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় জীবননগর পৌর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পৌর কেন্দ্রীয় কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।
জানাজা পরিচালনা করেন জীবননগর বসুতিপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা রুহুল আমিন।
জানাজার আগে পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মরহুমের বড় ভাই কাজল হোসেন। দাফন শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
জানাজায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং হাজারো মুসল্লি অংশ নেন।
এ সময় পরিবারের সদস্য ও রাজনৈতিক নেতারা অভিযোগ করে বলেন, সেনা অভিযানের নামে পরিকল্পিতভাবে শামসুজ্জামান ডাবলুকে হত্যা করা হয়েছে।
তারা দাবি করেন, এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। শুধু আশ্বাস নয়, বাস্তব পদক্ষেপ চান তারা।
প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি রাতে জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে যৌথ বাহিনীর সদস্যরা আটক করেন। হেফাজতে নেওয়ার কিছুক্ষণ পরই তার মৃত্যুর খবর পাওয়া যায়।
মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সেদিন রাত থেকেই জীবননগরে তীব্র ক্ষোভ ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
আরআই/টিএ