ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ইতালি, পোল্যান্ড, জার্মানি ও স্পেনসহ একাধিক ইউরোপীয় দেশ তাদের নাগরিকদের দ্রুত ইরান ত্যাগ করার আহ্বান জানিয়েছে।
ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বর্তমানে ইরানে প্রায় ৬০০ ইতালীয় নাগরিক অবস্থান করছেন এবং তাদের যত দ্রুত সম্ভব দেশ ছাড়তে বলা হয়েছে। পোল্যান্ড ইরানে সব ধরনের ভ্রমণ থেকে বিরত থাকার সতর্কতা জারি করেছে।
জার্মানি নাগরিকদের ইরানে না যেতে এবং যারা ইতোমধ্যে সেখানে আছেন, তাদের ইচ্ছামতো গ্রেপ্তারের ঝুঁকি উল্লেখ করে দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দিয়েছে। স্পেনও ইরান ভ্রমণের বিরুদ্ধে সতর্কতা জারি করে সেখানে অবস্থানরত নাগরিকদের যেকোনো উপায়ে দেশে ফেরার আহ্বান জানিয়েছে।
এর আগে কানাডা ও ফ্রান্স তাদের নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ দেয়। উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ইরানি রিয়ালের মূল্য ডলারের বিপরীতে রেকর্ড পরিমাণে কমে যাওয়ার পর দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানায়, এ পর্যন্ত বিক্ষোভে অন্তত ২ হাজার ৫৭১ জন নিহত, যার মধ্যে ২ হাজার ৪০৩ জন বিক্ষোভকারী।
ইরান সরকার মোট নিহতের সংখ্যা প্রায় ২ হাজার বলে স্বীকার করেছে।
এসএস/এসএন