খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই আগামীর রাষ্ট্র বিনির্মাণ করবে বিএনপি: রবিন

ঢাকা-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের ভালোবাসা আর সমর্থন নিয়ে সরকার গঠন এবং বেগম খালেদা জিয়ার আদর্শ ও দেশপ্রেম ধারণ করেই আগামীতে সুখি, সমৃদ্ধ ও ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ গড়ে তুলবে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে ঢাকা মহানগর দক্ষিণের শ্যামপুর থানাধীন ৫৪নং ওয়ার্ডের খন্দকার রোড এর সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা সভায় তিনি এ কথা বলেন।

রবিন বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এ দেশের মানুষের জন্য আশীর্বাদস্বরূপ। তিনি এসেছিলেন এ দেশের মানুষের জন্য। তিনি সবসময় মানুষের পাশে ছিলেন এবং আমাদেরও থাকার নির্দেশনা দিয়েছিলেন। এই মানুষটির জন্য আজ দোয়া ও প্রার্থনা করছে সমগ্র দেশবাসী। কারণ, তিনি ধর্ম দিয়ে কাউকে বিবেচনা করেননি। তিনি মানুষকে মানুষ হিসেবে দেখেছেন।

ভালোবেসেছেন ধর্ম- বর্ণ নির্বিশেষে সকল মানুষকে।

তিনি আরও বলেন, চব্বিশের ৫ আগস্টের পর আপনারা দেখেছেন বিভিন্ন মন্দিরে হামলা হয়েছে; এসবের সবগুলোই আওয়ামী লীগের গুন্ডাপান্ডারা করেছে আপনাদের আর আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে। এর আগেও বিভিন্নভাবে বিএনপিকে ষড়যন্ত্রের শিকার বানিয়েছে। নির্যাতন চালিয়েছে বেগম খালেদা জিয়ার উপর।কথা দিয়ে বার বার করেছে লাঞ্ছিত, অপমানিত। তবে বেগম খালেদা জিয়া আমাদের শিখিয়েছেন ভিন্নপথ, ভালোবাসার আদর্শ। এতোকিছু করার পরও কখনো তিনি ফ্যাসিস্টদের ছোট করে কোনো কথা বলেননি। সব ভুলে দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন সকলের সাথে। প্রতিশোধপারায়ণ না হয়ে দেখিয়েছিলেন মহানুভবতা।

রবিন বলেন, আজ আমি এখানে এসেছি বেগম জিয়ার প্রার্থনায় অংশ নিতে; প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা আমাদের সুযোগ দিলে আগামীর বাংলাদেশ হবে বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাংলাদেশ। যেখানে থাকবে না কোনে ধর্মের ভেদ, থাকবে না জাতি-বর্ণভেদ। আপনাদের ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। আপনারাই আমার সব। আমি আপনাদের সন্তান।

এখানে জন্মগ্রহণ করা প্রতিটি সন্তান আপনাদের। তাদেরকে আলাদা করার সুযোগ নেই। আমরা সবাই মিলে আমাদের এলাকাকে গড়ে তুলবো। আমাদের এলাকায় কোনো একক সিদ্ধান্ত অথবা একক আধিপত্য থাকবে না; এখানে প্রতিটি মানুষের কথা বলার এবং সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকবে।

এ সময় নিজ এলাকার মানুষের নানা দুঃখ-দুর্দশা ও সমস্যার কথা তুলে ধরেন রবিন। আগামীতে এলাকার মানুষ সকল সুবিধা পাবে উল্লেখ করে তিনি বলেন, বিগত ১৯৯১-২০০৬ সালে যেমন এই এলাকাটি প্রত্যন্ত অঞ্চল থেকে সালাউদ্দিন আহমেদের পৃষ্ঠপোষকতায় শহরে রূপান্তর হয়, তেমন আমরা সবাই মিলে আমাদের এলাকাকে গড়ে তুলবো। সামনে এগিয়ে নিয়ে যাব।

আমরা আমাদের সকল সমস্যা একসাথে খুঁজে বের করে সমাধান করবো। আমাদের সন্তানদের জন্য জায়গা খুঁজে খেলার মাঠ ও সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সরকারি হাসপাতাল নির্মাণ করবো। আমাদের মসজিদ, মন্দির এবং সাংস্কৃতিক চর্চার জন্য জায়গা বরাদ্দ ও নির্মাণের জন্য কাজ করতে হবে। আপনারা ডাক দেওয়া মাত্রই আমি হাজির হব।

বিশেষ প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন মহানগর সার্বজনীন পূজা কমিটির কদমতলী থানার সভাপতি স্বপন দাস।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
দর্শকদের টিকিটের টাকা ফেরত দেবে বিসিবি Jan 16, 2026
img
আবারও একসঙ্গে বলিউডের ৩ খান! Jan 16, 2026
img
মাচাদো ‘অসাধারণ নারী’: ডোনাল্ড ট্রাম্প Jan 16, 2026
img
চলতি বছরে প্রত্যাশার শীর্ষে শাহরুখ খানের ‘কিং’ সিনেমা Jan 16, 2026
img
পৌষ সংক্রান্তির আনন্দে রান্নাঘরে সোহিনী-শোভন! Jan 16, 2026
img
শৈত্যপ্রবাহের কবলে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৯.৭ ডিগ্রি সেলসিয়াস Jan 16, 2026
img
নোয়াখালী-৬ আসনে ১১ দলীয় জোটের চূড়ান্ত প্রার্থী হান্নান মাসউদ Jan 16, 2026
img
বিশ্বকাপ থেকে ছিটকে গেলো আফগান পেসার Jan 16, 2026
img
মায়ের শাড়িতে মুগ্ধতা ছড়ালেন তাসনিয়া ফারিণ Jan 16, 2026
img
ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তির পথে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক Jan 16, 2026
img
অভ্যুত্থানের পর বক্তব্য-বিবৃতি ছাড়া আমরা কী পেয়েছি? প্রশ্ন তারেক রহমানের Jan 16, 2026
img
ডিসেম্বরের আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন মিচেল স্টার্ক Jan 16, 2026
img
স্টারলিংক ইন্টারনেট কীভাবে ‘অচল’ করে দিচ্ছে ইরান? Jan 16, 2026
img
ঢাকা-১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন অন্তরা সেলিমা হুদা Jan 16, 2026
img
ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী শায়া মোহসেন জিনদানি Jan 16, 2026
img
সামাজিক মাধ্যমে প্রতিদিন জীবনধারার ভিডিও ভাগ করার প্রবণতা বেড়েছে: কোয়েল মল্লিক Jan 16, 2026
img
ইসিতে আপিল শুনানির সপ্তম দিন আজ Jan 16, 2026
img
চুয়াডাঙ্গায় ৩টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক Jan 16, 2026
img
রমজানের আগেই এলপিজি সরবরাহ স্বাভাবিকের আশ্বাস Jan 16, 2026
img
দুর্নীতিমুক্ত কার্যকর আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে হবে : রিজওয়ানা হাসান Jan 16, 2026