প্রথমার্ধের নিষ্প্রভতা কাটিয়ে বিরতির পর দুর্দান্ত প্রত্যাবর্তন বার্সেলোনার। ফেরান তরেসের গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচের শেষ কিকে লামিনে ইয়ামালের গোল নিশ্চিত করে কাতালানদের জয়। রেসিং সান্তান্দেরকে ২-০ গোলে হারিয়ে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বার্সেলোনা।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে লা লিগা- ২-এর শীর্ষে থাকা রেসিংয়ের মাঠে শেষ ষোলোর ম্যাচে খেলতে নামে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ম্যাচ শুরুর আগে নিরাপত্তাজনিত কারণে ১৫ মিনিট দেরি হয় এবং স্প্যানিশ সুপার কাপজয়ী বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দেয় স্বাগতিকরা।
পুরো ম্যাচে ৭৭ শতাংশ বল দখলে রেখে বার্সেলোনা নেয় ১৭টি শট, যার ৭টি ছিল লক্ষ্যে। রেসিং নেয় ৬টি শট, লক্ষ্যে ছিল ৩টি।
প্রথমার্ধে আক্রমণাত্মক শুরু করে রেসিং। নবম মিনিটে সুলেমান কামারার শট ক্রসবারের ওপর দিয়ে পাঠান গোলরক্ষক হোয়ান গার্সিয়া। ২১ মিনিটে গুলিয়াশভিলির শটও ঠেকান তিনি। তবে দাপট দেখালেও বড় সুযোগ তৈরি করতে পারেনি বার্সেলোনা। বিরতির আগে মাত্র একটি শট লক্ষ্যে রাখতে সক্ষম হয় অতিথিরা।
বিরতির পর গতি বাড়ায় বার্সেলোনা। ইয়ামাল ও মার্কাস র্যাশফোর্ড একের পর এক সুযোগ তৈরি করলেও গোলের দেখা মেলে ৬৬তম মিনিটে। ফের্মিন লোপেসের পাসে বক্সে ঢুকে প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষকের পাশ দিয়ে বল জালে পাঠান ফেরান তরেস।
শেষ দিকে রেসিং দুইবার জাল কাঁপালেও অফসাইডে বাতিল হয় গোল। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সমতার সুবর্ণ সুযোগ নষ্ট করে স্বাগতিকরা। পরের মিনিটেই ম্যাচের ফয়সালা করেন লামিনে ইয়ামাল। রাফিনহার সঙ্গে ওয়ান-টু খেলায় কাছ থেকে গোল করে জয় নিশ্চিত করেন এই তরুণ তারকা।
এই জয়ে কোয়ার্টার ফাইনালে আতলেতিকো মাদ্রিদ, আতলেতিক বিলবাও, রিয়াল বেতিস, রিয়াল সোসিয়েদাদ, ভ্যালেন্সিয়া, আলাভেস ও আলবাসেতের সঙ্গে যোগ দিল বার্সেলোনা।
আগামী রোববার লা লিগায় রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে ইয়ামাল-রাফিনহারা।
এমআই/এসএন