পর্দায় কখনও ‘চ্যাম্প’, কখনও ‘খোকাবাবু’, আবার কখনও ‘প্রধান’ তবে বাস্তব জীবনে দেব আজও সেই ছেলেটিই, যার পৃথিবী ঘোরে মাকে কেন্দ্র করে। আজ টলিউড সুপারস্টার দেব-এর মা মৌসুমি অধিকারীর ৬০তম জন্মদিন।
মধ্যরাতের কাঁটা মাত্র ছোঁয়ামাত্রই দেব মা-মাকে আদুরে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। তিনি লিখেছেন, “মা জয়েনিং সিনিয়র সিটিজেন ক্লাব। শুভ ৬০তম জন্মদিন মা।” পাশাপাশি মা-মার সঙ্গে কাটানো একগুচ্ছ মিষ্টি মুহূর্তের ছবি শেয়ার করেছেন দেব। কখনও শুটিং লুক, কখনও ঘরের ছেলে সব ছবিতেই ধরা পড়েছে মা-ছেলের অটুট বন্ধন।
ছেলে টলিউডের অন্যতম সফল নায়ক, তিনবারের সাংসদ। তবু ৪৩ বছর বয়সেও বাবা-মার সঙ্গে থাকেন দেব। কারণ তাঁর গোটা জগতটাই মা। একসময় পরিবারের আর্থিক অবস্থা সহজ ছিল না। মুম্বইয়ে ক্যাটারিং ব্যবসার সূত্রে দীর্ঘদিন সেখানেই ছিলেন বাবা গুরুপদ অধিকারী ও মা মৌসুমি দেবী। ছোটবেলায় মামার বাড়িতে থেকেছেন দেব। সংগ্রামের সেই দিনগুলোতেই মা ছিলেন তাঁর সবচেয়ে বড় শক্তি।
জানেন কি, টলিউডে প্রথম ছবির পারিশ্রমিক পাওয়ার পর দেব কোনও বিলাসবস্তু নয়, দৌড়ে গিয়েছিলেন মায়ের জন্য শাড়ি কিনতে। সেই অভ্যাস আজও বদলায়নি। কোটি টাকার মালিক হলেও নিজের উপার্জনের প্রথম ভাগটি এখনও মায়ের জন্যই সংরক্ষণ করেন তিনি।
মায়ের জন্মদিন উপলক্ষে অধিকার পরিবারে আজ উৎসবের আমেজ। অভাবের দিনেও যেভাবে মা-বাবা সন্তানদের আগলে রেখেছেন, তা দেব বারবার কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। ছেলের এই সাফল্যই বোধহয় মৌসুমি দেবীর কাছে সবচেয়ে বড় উপহার। দেবের মাতৃভক্তি অনুরাগীদের মধ্যেও অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। নেটদুনিয়ায় শুভেচ্ছার বন্যা বয়ে গেছে, ভক্তদের মন্তব্যে দেখা যাচ্ছে “পর্দার হিরো অনেকেই হয়, তবে বাস্তবের এমন ছেলে হওয়াই আসল হিরো।”
পিআর/এসএন