২০১২ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। কোনো তারকাসন্তান নন, বরং ‘আউটসাইডার’ হিসেবেই যাত্রা শুরু করেছিলেন তিনি। আজ ১৬ জানুয়ারি এই তারকার ৪১তম জন্মদিন। ক্যারিয়ারের চড়াই-উতরাই পেরিয়ে আজ তিনি শুধু একজন সফল অভিনেতাই নন, বরং অঢেল সম্পত্তির মালিকও বটে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ৪১ বছর বয়সে এসে সিদ্ধার্থ মালহোত্রার মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১০৫ কোটি টাকায়। বর্তমানে প্রতিটি সিনেমার জন্য তিনি ১৫ থেকে ২০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনের জগতেও তার চাহিদা তুঙ্গে। নামী সব ব্র্যান্ডের প্রচারণার জন্য তিনি ২ থেকে ৩ কোটি টাকা নিয়ে থাকেন।
মুম্বাইয়ের অভিজাত এলাকা পালি হিলসে সিদ্ধার্থের রয়েছে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। আরব সাগরের পানে চেয়ে থাকা এই বাড়িটির অন্দরসজ্জা করেছেন খোদ শাহরুখ ঘরণী গৌরী খান। বিশালাকার বারান্দা সমৃদ্ধ এই বাড়িটির বর্তমান বাজারমূল্য প্রায় ৭০ কোটি টাকা। বর্তমানে স্ত্রী কিয়ারা আদভানি ও সন্তানকে নিয়ে এখানেই তাঁর সুখের সংসার।
গাড়ির প্রতি সিদ্ধার্থের টান চিরকালীন। তার গ্যারেজে শোভা পায় ৪ কোটি টাকা মূল্যের ‘রেঞ্জ রোভার’ এবং ১ কোটি ৮৬ লাখ টাকার ‘মার্সিডিজ বেঞ্জ’। এ ছাড়া বাইকপ্রেমী এই অভিনেতার সংগ্রহে ১৮ লাখ টাকা দামের একটি ‘হার্লে ডেভিডসন’ বাইকও রয়েছে।
‘শেরশাহ’ সিনেমার সেট থেকে কিয়ারা আদভানির সঙ্গে শুরু হওয়া সেই প্রেম পূর্ণতা পায় ২০২৩ সালের রাজকীয় বিয়ের মাধ্যমে। ২০২৫ সালের জুলাই মাসে এই দম্পতির কোল আলো করে আসে তাদের প্রথম সন্তান। ব্যক্তিগত জীবন আর ক্যারিয়ারের সফলতায় ৪১ বছর বয়সে সিদ্ধার্থ মালহোত্রা এখন বলিউডের অন্যতম প্রভাবশালী ও বিত্তশালী তারকা।
পিআর/এসএন