দক্ষিণী সিনেমায় নতুন জুটি নিয়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। প্রথম বার একসঙ্গে কাজ করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেতা বিজয় সেতুপতি ও বিতর্কভাঙা নির্মাতা পুরি জগন্নাথ। তাঁদের যৌথ এই নতুন ছবির নাম স্লাম ডগ। ছবিটি ঘিরে ইতিমধ্যেই প্রত্যাশার পারদ চড়ছে দর্শকমহলে।
ভিন্নধারার গল্প বলায় পরিচিত পুরি জগন্নাথের নির্মাণশৈলী আর বিজয় সেতুপতির তীব্র, বাস্তবঘেঁষা অভিনয়—এই দুইয়ের মেলবন্ধনে একেবারে কাঁচা আবেগ ও নির্মম বাস্তবের গল্প উঠে আসবে বলেই ধারণা করা হচ্ছে। ভাঙাচোরা জীবন, রাস্তায় টিকে থাকার লড়াই এবং ক্ষমতার দ্বন্দ্ব—এই সব উপাদানকে কেন্দ্র করেই এগোবে ছবির কাহিনি।
বিনোদনমহলের একাংশের মতে, স্লাম ডগ শুধু আর একটি বাণিজ্যিক ছবি হতে যাচ্ছে না। বরং সমাজের অন্ধকার দিক, মানুষের ভিতরের ক্ষত আর লড়াইয়ের গল্পকে পর্দায় তুলে ধরতেই এই প্রকল্পে হাত মিলিয়েছেন দুই তারকা। পুরি জগন্নাথের উচ্চমাত্রার নাটকীয় উপস্থাপনা এবং বিজয় সেতুপতির চরিত্রের গভীরে ঢুকে পড়ার ক্ষমতা মিলিয়ে ছবিটি দর্শকের মনে প্রবল দাগ কাটতে পারে বলেই মনে করছেন অনেকে।
সব মিলিয়ে, এই প্রথমবারের জুটিকে ঘিরে প্রত্যাশা আকাশছোঁয়া। মুক্তির আগেই স্লাম ডগ যে আলোচনার ঝড় তুলেছে, তা বলাই বাহুল্য।
এসএন