নির্বাচনী ব্যালট সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রবাসীদের ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার।
স্থানীয় সময় বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে ইরভিং শহরের সালিমার অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।
ভোটের আগেই পোস্টাল ব্যালট ব্যবস্থা নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। অনলাইনে পোস্টাল ব্যালটের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় দেশজুড়ে শুরু হয় তোলপাড়। রাজনৈতিক দলগুলোও অভিযোগ তুলছে পরস্পরের বিরুদ্ধে। এরইমধ্যে নির্বাচন কমিশনে এ নিয়ে অভিযোগ করেছে বিএনপি। পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাস নিয়েও আপত্তি জানিয়েছে দলটি।
তবে পোস্টাল ব্যালট নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দেয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে।
এমন পরিস্থিতিতে পোস্টাল ব্যালট সুরক্ষা ও যথা সময়ে ভোট দান নিশ্চিত করতে প্রবাসে নিজ দলের নেতাকর্মীদের আরো সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও দলের নির্বাচন পরিচালনা স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য ড. জিয়াউদ্দিন হায়দার।
যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেট বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ড. জিয়াউদ্দিন। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনী প্রচারণায় বিএনপির মূল ভিত্তি হবে দলের চেয়ারম্যান তারেক রহমান গৃহীত রাষ্ট্র মেরামতের ৩১ দফা রূপরেখায় আট সামাজিক নীতি।
এসব নীতির মধ্যে রয়েছে স্বাস্থ্য ও শিক্ষাখাতে সুস্পষ্ট সংস্কার পরিকল্পনা, কৃষি খাতকে শক্তিশালী করতে কৃষক কার্ড চালু, পরিবার কার্ডের মাধ্যমে নারীর আত্মনির্ভরশীলতা বৃদ্ধি, যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি, খেলাধুলা ও সংস্কৃতির বিকাশ, পরিবেশ সুরক্ষা এবং মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দের জীবনমান উন্নয়ন।
এসব প্ল্যান জনগণের কাছে তুলে ধরে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্কের প্রধান ড. জিয়াউদ্দিন হায়দার।
সভায় সভাপতিত্ব করেন টেক্সাস বিএনপির সহসভাপতি শিরিন সিদ্দিক তরু। বিশেষ অতিথি ছিলেন টেক্সাস বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির।
আরও উপস্থিত ছিলেন ঢাকা বোর্ডের সাবেক চেয়ারম্যান আবুল কালাম, টেক্সাস বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এম এ বারী, সাবেক ছাত্রনেতা জগলুল হায়দার ও আবু সাইদ ফাহিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টেক্সাস বিএনপির সাংগঠনিক সম্পাদক তুষার রেজা।
টিজে/টিকে