শিক্ষার্থীরা বাড়ির বাইরে ঘুরলেই ব্যবস্থা নেবে পুলিশ

মহামারী করোনাভাইরাস বাংলাদেশেও আতঙ্কের নাম। এরই মধ্যে এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ১৪ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সব শিক্ষাপ্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ করে দিয়েছে। তাই এখন থেকে বাড়ির বাইরে কোনো শিক্ষার্থী ঘোরাফেরা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে সরকার।

শিক্ষামন্ত্রী দিপু মনি এ নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

গণশিক্ষা প্রতিমন্ত্রী বিজ্ঞপ্তিতে বলেন, করোনাভাইরাসের কারণে সরকার ঘোষিত জরুরি ছুটি’কে কেউ যেন সাধারণ ছুটি মনে না করে। যদি কোন শিক্ষার্থী এই ছুটিকালীন বাড়ির বাইরে ঘোরাফেরা করে, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সকল জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। এ ব্যাপারে অভিভাবকদের আরও সচেতন ও সতর্ক থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনেক শিক্ষার্থী ও অভিভাবক এই ছুটিকে সাধারণ ছুটি মনে করে ভ্রমণ করতে বের হচ্ছেন। যা করোনাভাইরাস রোধে সরকারের প্রচেষ্টাকে ব্যাহত করছে। শিক্ষার্থীদের উচিত ছুটিকালীন বাসায় বসে পড়াশুনা চালিয়ে যাওয়া।

 

টাইমস/এসএন/এইচইউ

Share this news on: