কিছুদিন আগেই ব্যক্তিগত জীবনের জটিলতার কারণে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন দেবলীনা নন্দী। আচমকাই ঘুমের ওষুধ সেবনের পর তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। সেই ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন ও কটূক্তি। তবে সময়ের সঙ্গে সঙ্গে শারীরিক ও মানসিকভাবে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি। ধীরে ধীরে ফিরছেন স্বাভাবিক জীবনে। সম্প্রতি আবার গানের সঙ্গে যুক্ত হতে দেখা গেছে তাঁকে, যা দেখে স্বস্তি পেয়েছেন তাঁর অনুরাগীরা।
এই ফিরে আসার মধ্যেই দেবলীনার জীবনে এসেছে এক বড় পেশাগত সুযোগ। প্রযোজক রানা সরকারের আসন্ন সিনেমা ‘গুনগুন করে মহুয়া’য় কণ্ঠ দেবেন তিনি।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেবলীনা নন্দীর সঙ্গে দেখা গেছে অঙ্কিতা মল্লিককে। সেই পোস্ট থেকেই স্পষ্ট, এই ছবির মাধ্যমে গায়িকা হিসেবে নতুন অধ্যায় শুরু করতে চলেছেন দেবলীনা।
এর আগে হাসপাতাল থেকে একটি সরাসরি সম্প্রচারে নিজের জীবনের কঠিন সময়ের কথা খোলাখুলি বলেছিলেন তিনি। মায়ের সঙ্গে ও শ্বশুরবাড়ি নিয়ে সমস্যার কথাও জানান। সেই সঙ্গে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কটূক্তি থেকে বিরত থাকার আহ্বান জানান দেবলীনা। ব্যক্তিগত জীবনের জটিলতা সত্ত্বেও এখন তিনি মনোযোগ দিচ্ছেন পেশাগত কাজে। ‘গুনগুন করে মহুয়া’ দেবলীনার জীবনে নতুন শক্তি ও প্রত্যয়ের প্রতীক হয়ে উঠতে চলেছে।
ইউটি/টিএ