হলিউডের ধাঁচে বলিউডের নায়িকাদের সেজে ওঠার ঘটনা নতুন কিছু নয়। কিন্তু বলিউডের একাধিক অভিনেত্রী যখন একই পোশাকে বিভিন্ন অনুষ্ঠানে ধরা দেন তা বিশেষভাবে নজর কাড়ে বইকি। সেই তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া ও কঙ্গনা রানাউত, আলিয়া ভাট, ইয়ামি গৌতম-সহ আরও অনেকেই।
প্রিয়াঙ্কা চোপড়া ও কঙ্গনা রানাউতকেও একই পোশাকে দেখা গিয়েছে একদা। বলিউড অভিনেত্রী হয়ে যদি সেই একই পোশাক দুই হেভিওয়েট অভিনেত্রী পরেন তাহলে তা কি কারও নজর এড়ায়? এক্ষেত্রেও বিষয়টা তেমনই। লাল রঙে একটি ডিপ নেক পোশাকে সেজে কঙ্গনা গিয়েছিলেন 'রিবক ফিট টু ফাইট' অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। অন্যদিকে ওই একই পোশাকে সেজে প্রিয়াঙ্কা গিয়েছিলেন 'এবিসি ট্যালেন্ট শো'তে।
দীপিকা ও করিনা, বলিউডের দুই হেভিওয়েট অভিনেত্রীও রয়েছেন এই তালিকায়। একটু অতীতে ফিরে গেলে দেখা যাবে করিনা ও দীপিকা দু'জনেই একটি অরেঞ্জ স্কার্ট ও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোশাকে। এমনকী তাঁদের গায়ের গয়নাও ছিল একই। 'কপি ক্যাট' বলুন বা না বলুন। দু'জনকেই কিন্তু লাগছে মারকাটারি।
একই পথে হেঁটেছেন সামান্থা রুথ প্রভু ও ইয়ামি গৌতম। গৌরী ও নয়নিকার ডিজাইন করা একটি সবুজ রঙের গাউনে সামান্থা অনেক আগেই তাক লাগিয়েছিলেন। পরে সেই একই গাউনে সেজে ধরা দেন ইয়ামি গৌতমও। পোশাক 'কপি' করলেও দু'জনেই অপরূপা।
একইরকম গুচি ড্রেসে সেজে একদা ধরা দিয়েছিলেন কাল্কি কোচলিন ও আলিয়া ভাট। দু'জনকেই মানিয়েছে এই পোশাকে বেশ।তবে গুচি ব্র্যান্ডের পশাক ও অ্যাকসেসরিজের প্রতি আলিয়ার এক আলাদা প্রেম অজানা নয় কারও। উল্লেখ্য, গুচির গ্লোবাল অ্যাম্বাসাডর তিনি।
দীপিকা পাড়ুকোন নাকি ক্যাটরিনা কাইফ? দু'জনেই রণবীরের প্রাক্তন। তবে বর্তমানে যে যার সংসারে ব্যস্ত। একসময়ে তাঁদের এক পোশাক নজর এড়ায়নি কারও। সাদা রঙের গাউনে একদা দেখা গিয়েছিল দু'জনকেই। তবে ক্রিস্টাল বসানো ওই গাউনে নজর কেড়েছিলেন দু'জনেই।
তবে বলি অভিনেত্রীরা একই পোশাকে সাজলেও হলিউডের ধাঁচে সাজতে তাঁরা একেবারেই ভুলে যাননি। ঐশ্বর্য রাই বচ্চন রয়েছেন এই তালিকায়। ক্রিস্টিন চেনোয়েথের মতো একই পোশাকে সেজে কানের লাল গালিচায় হেটেছিলেন রাই সুন্দরী। এককথায় তাঁকে লাগছে অপরূপা।
বরাবরই একটু অন্যরকম সাজতে ভালোবাসেন ক্যাটরিনা কাইফ। হলিউড অভিনেত্রীর মতো পোশাকে তাই সেজেছিলেন তিনি। রিতা ওরার মতো একটি 'র্যাভিশিং' লাল ড্রেসে ক্যাটরিনা যেন অনন্যা।
দু'জন দুই প্রজন্মের অভিনেত্রী। শিল্পা শেট্টি ও দীপিকা পাড়ুকোন। কিন্তু তাঁদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। একই পোশাক দেখা গিয়েছে তাঁদের দু'জনকেই। নীল জারা স্কার্ট ও সাদা টপে দেখা গিয়েছিল একসময় দুই নায়িকাকে।
বডি হাগিং গোলাপি ও পার্পল পোশাকে আলাদা আলাদা দু'টি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মল্লিকা শেরাওয়াত ও সুস্মিতা সেন। পোশাকের দিক থেকে দু'জনেই 'কপি ক্যাট'। আপনার চোখে কাকে বেশি সুন্দর লাগছে?
টিজে/টিএ