ঘাটালের মাটিতে আবারও স্পষ্ট হয়ে উঠল দেব ও রুক্মিণী মৈত্রের সম্পর্কের উষ্ণতা। টালিগঞ্জের অন্দরে তাঁদের প্রেম বহুদিনের ওপেন সিক্রেট হলেও বিয়ে নিয়ে দুজনের নীরবতা বরাবরই জল্পনা উসকে দিয়েছে।
সাম্প্রতিক এক মেলার উদ্বোধনে একসঙ্গে হাজির হয়ে সেই জল্পনাকেই যেন নতুন মাত্রা দিলেন এই তারকা জুটি।
স্থানীয় আয়োজনে পাশাপাশি হাঁটতে হাঁটতে দেবকে দেখা যায় রুক্মিণীর হাত দৃঢ়ভাবে ধরে রাখতে, আর সেই মুহূর্তই ক্যামেরায় ধরা পড়ে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। পিচ রঙের শাড়িতে সেজে ওঠা রুক্মিণীকে ঘাটালের সম্ভাব্য পুত্রবধূ হিসেবে দেখছেন অনেকেই, আর ডেনিম ও কালো জ্যাকেটে সাদামাটা অবতারে থাকা দেব বরাবরের মতোই স্বচ্ছন্দ। উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে জনতার উদ্দেশে হাত নাড়ানো ও শুভেচ্ছা জানানোর দৃশ্য ঘিরে দর্শকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
দীর্ঘদিনের এই সম্পর্কের মাঝখানে নানা গুঞ্জন উঠলেও, একসময় সাময়িক দূরত্বের পর আবারও কাছাকাছি এসেছেন দুজন। গত ডিসেম্বরে দেবের জন্মদিনে রুক্মিণীর আবেগঘন বার্তাই সেই পুনর্মিলনের ইঙ্গিত দিয়েছিল। ব্যক্তিগত জীবনের আলোচনার বাইরে কাজেও ব্যস্ত দেব, সামনে নতুন ছবিতে তাঁকে দেখা যাবে এবং একই সঙ্গে সাংসদ হিসেবে রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয় রয়েছেন তিনি। তবু আপাতত সব বিতর্ক ছাপিয়ে ঘাটালের সেই মুহূর্তই আলোচনার কেন্দ্রে, যেখানে ভালোবাসা যেন আরও একবার দৃশ্যমান হলো দেব ও রুক্মিণীর।