গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলে জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার স্বপক্ষের শক্তি জাতীয়তাবাদী দল বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন। তিনি বলেন, আপনাদের ভোটে যদি মহান জাতীয় সংসদে যেতে পারি, আমি কথা দিচ্ছি আপনাদের সুখে-দুঃখে সেবক হিসেবে সবসময় পাশে থাকব।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়ন ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে বড় পারুলিয়া উত্তর পাড়া মোল্লা বাড়ি মাঠ সংলগ্ন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সেলিমুজ্জামান সেলিম বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে নির্ধারণ হবে এলাকার উন্নয়ন হবে কি হবে না। এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা বিএনপিকে ধানের শীষে ভোট দিন।
দোয়া মাহফিলে পারুলিয়া ইউনিয়নের সমাজ সেবক নওজেস আলী খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, সহ-সভাপতি নুর আলম তোতা, উপদেষ্টা পরিষদের সদস্য মো. লুখফর রহমান, যুবদলের সাবেক সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পি, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, গোপালগঞ্জ জেলা ওলামা দলের সহ-সভাপতি সফিকুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন কালু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. জামাল মোল্লা।
মিলাদ ও দোয়া মাহফিলে দরুদ ও ফাতেহা শরিফ পাঠ এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার রুহের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
এসএস/টিকে