৪ দশকেরও বেশি সময় ধরে পর্দায় ঝড় তোলা মিঠুন চক্রবর্তী আজও বলিউড ও টলিউডের এক অদ্বিতীয় নাম, তবু এই তারকাকে তথাকথিত ফিল্মি পার্টির ভিড়ে খুব একটা দেখা যায় না। প্রায় চারশোর কাছাকাছি ছবিতে অভিনয় করা এই অভিনেতা প্রতিটি বড় মুক্তি, সাফল্য কিংবা উদযাপনে নিয়মিত আমন্ত্রণ পান, অথচ তিনি সযত্নে দূরে থাকেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সেই দূরত্বের কারণ নিজেই খোলাখুলি জানিয়েছেন মিঠুন।
সিনেজগতে পার্টি, আড্ডা আর গসিপ নতুন কিছু নয়, বরং তারকাদের জীবনের প্রায় অবিচ্ছেদ্য অংশ। তবু সেই চেনা পথে হাঁটতে চান না তিনি। অভিনেতার কথায়, বহু বছর আগে তিনি মদ্যপান পুরোপুরি ছেড়ে দিয়েছেন এবং অপ্রয়োজনীয় গসিপেও আগ্রহ নেই। তাই আলোঝলমলে জমকালো আসর তাঁর কাছে আর আকর্ষণীয় নয়। বরং নিজের চারপেয়ে পোষ্য, গাছপালা আর রান্নাঘর নিয়েই তিনি বেশি স্বচ্ছন্দ। রান্না তাঁর কাছে নিছক কাজ নয়, এক ধরনের থেরাপি, যেখানে তিনি শান্তি খুঁজে পান।
বয়সের ভারে থেমে যাননি মিঠুন, তবে কাজ বেছে নেওয়ার ধরন বদলেছে। এখন আর সব ধরনের চরিত্রে ঝাঁপিয়ে পড়েন না, বরং এমন কাজ করতে চান যা তাঁকে শিল্পী হিসেবে সমৃদ্ধ করবে। সাম্প্রতিক সময়ে ‘প্রজাপতি ২’ ছবিতে দেবের সঙ্গে তাঁর জুটি ফের দর্শকদের নজর কেড়েছে, আর সেই প্রত্যাবর্তনে অনুরাগীরা উচ্ছ্বসিত।
গ্ল্যামারের ঝলকানি ছেড়ে নিরিবিলি জীবন বেছে নেওয়া এই অভিনেতার অবস্থান যেন মনে করিয়ে দেয়, তারকাখ্যাতির বাইরেও এক অন্য মিঠুন আছেন, যিনি শান্তিতে থাকতে চান, নিজের শর্তে বাঁচতে চান এবং পর্দায় ফিরে আসেন কেবল তখনই, যখন গল্পটা তাঁকে সত্যিই টানে।
পিআর/টিকে