সৌদি আরব এখন বৈশ্বিক শান্তি প্রচেষ্টার গুরুত্বপূর্ণ অংশীদার: ইইউ

ইউরোপীয় পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটির ভাইস-চেয়ার হানা জালুল মুরো সৌদি আরবকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জন্য একটি ‘নির্ভরযোগ্য অংশীদার’ হিসেবে প্রশংসা করেছেন।

তিনি সৌদি আরবকে একটি ‘মূল আন্তর্জাতিক শক্তি’ হিসেবে বর্ণনা করে বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে দেশটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এর মধ্যে ইউক্রেন নিয়ে শান্তি আলোচনায় মধ্যস্থতা, ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ এবং লেবানন ও সিরীয় আরব প্রজাতন্ত্রে স্থিতিশীল সরকারকে সমর্থন দেওয়ার বিষয়গুলো অন্তর্ভুক্ত।

আরব নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মুরো বলেন,‘সৌদি আরব একটি নির্ভরযোগ্য অংশীদার, কারণ ভিশন ২০৩০-এর মাধ্যমে মাত্র গত পাঁচ-ছয় বছরে দেশটি অসাধারণ পরিবর্তন দেখিয়েছে। এখানে নারীদের শ্রমশক্তিতে অংশগ্রহণ ব্যাপক, যুব বেকারত্বের হার খুবই কম এবং অর্থনীতি দ্রুতগতিতে এগোচ্ছে।’

রিয়াদে অনুষ্ঠিত ফিউচার মিনারেলস ফোরামের ফাঁকে তিনি আরও বলেন, সৌদি আরব এখন আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠছে — ইউক্রেন নিয়ে শান্তি আলোচনা, সিরীয় সরকারকে সমর্থন, সিরিয়ার বৈদেশিক ঋণ পরিশোধ, লেবাননের সরকারকে স্থিতিশীল করা, গাজা ও ফিলিস্তিনে শান্তি প্রচেষ্টা এবং যুদ্ধবিরতির জন্য চাপ সৃষ্টি—সব ক্ষেত্রেই।

‘তাই আমার মতে, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক শক্তি এবং এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য অপরিহার্য,’তিনি যোগ করেন।

কেন তিনি সৌদি আরবকে নির্ভরযোগ্য অংশীদার মনে করেন, তা ব্যাখ্যা করে মুরো বলেন: ‘এটি এমন একটি দেশ, যা পূর্ব ও পশ্চিম—উভয় দিকেই সমানভাবে তাকাতে জানে।’
মুরো ইউরোপীয় পার্লামেন্টে সৌদি আরববিষয়ক র‌্যাপোর্টিয়ার হিসেবেও দায়িত্ব পালন করছেন। এই ভূমিকায় তিনি আইনগত ও বাজেটসংক্রান্ত প্রস্তাবসহ গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে প্রতিবেদন তৈরি করেন।

২০২৫ সালের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে ইউরোপীয় পার্লামেন্ট ইইউ–সৌদি সম্পর্ককে পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করার একটি রোডম্যাপ অনুমোদন করে। ইইউতে সৌদি রাষ্ট্রদূত হাইফা আল-জেদেয়া একে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ‘একটি গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে বর্ণনা করেন।

প্রতিবেদনটিতে সৌদি আরব ও ইইউর মধ্যে ভিসামুক্ত ভ্রমণের সম্ভাবনার কথা তুলে ধরা হয় এবং নতুন ইইউ ভিসা কৌশলের আওতায় পাঁচটি জিসিসি দেশের জন্য নিরাপদ ও পারস্পরিকভাবে লাভজনক ভিসামুক্ত ব্যবস্থার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

মুরো বলেন,‘ভিসা অব্যাহতি সৌদি আরবের জন্য একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, যা আমি সবসময় সমর্থন করি। সৌদি আরব, আপনারা জানেন, পাঁচ বছর ধরে ‘ক্যাসকেড’ তালিকায় রয়েছে এবং আমাদের ভিসা অব্যাহতির দিকে এগোতে হবে।’

প্রতিবেদনটি আরও উল্লেখ করে যে সৌদি পর্যটকরা ইইউ সদস্য রাষ্ট্রগুলোর অর্থনীতিতে—বিশেষ করে আতিথেয়তা, খুচরা ও সাংস্কৃতিক খাতে—গুরুত্বপূর্ণ অবদান রাখেন। একই সঙ্গে এতে বলা হয়, সৌদি নাগরিকরা অবৈধ অভিবাসনের কোনো চাপ সৃষ্টি করেন না।

ভিসা অব্যাহতির বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে মুরো বলেন: ‘এই অনুমোদন আসলে কমিশনের প্রতি একটি সুপারিশ—এর গুরুত্ব বিবেচনায় নেওয়ার জন্য। আমাদের এ বিষয়ে এগোতে হবে, কারণ আমরা একটি কৌশলগত অংশীদারিত্ব কাঠামোর মধ্যে আছি, যা বহু বিষয়কে অন্তর্ভুক্ত করে। তাই ভিসা অব্যাহতি একটি কেন্দ্রীয় ও গুরুত্বপূর্ণ ইস্যু।’

তিনি আরও বলেন: ‘এখন আমরা সৌদি আরবের আন্তর্জাতিক ভূমিকা এবং একজন প্রতিবেশী হিসেবে আমাদের জন্য এর গুরুত্ব স্বীকার করি—শুধু নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন ও জ্বালানির জন্য নয়, সব দিক থেকেই। আমাদের জিসিসির মতো অংশীদারদের, বিশেষ করে সৌদি আরবের, আরও কাছাকাছি আসতে হবে।

‘এবং আমার মনে হয়, আমাদের সৌদি আরবকে আমাদের একজন বড় মিত্র হিসেবে দেখতে হবে,’ বলেন মুরো।

রিয়াদে অবস্থানকালে মুরো ফোরামে ইইউ–কেএসএ ব্যবসা ও বিনিয়োগ সংলাপ এবং গুরুত্বপূর্ণ কাঁচামালের ভ্যালু চেইন অগ্রগতিবিষয়ক একটি প্যানেলে অংশ নেন।

ফোরামের ফাঁকে তিনি সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-খেরেইজির সঙ্গে সৌদি–ইইউ সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন।

এছাড়া তিনি সৌদি মানবাধিকার কমিশনের চেয়ারপারসন হালা আল-তুয়াইজরির সঙ্গে সাক্ষাৎ করেন এবং বলেন, আমি আপনাকে, সরকারকে এবং আপনার দেশকে চমৎকার কাজ করার জন্য অভিনন্দন জানাতে চাই।’

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
২৩ জানুয়ারি ‘কালীপটকা’ ফাটাবেন স্বস্তিকারা, প্রকাশ্যে ট্রেলার Jan 18, 2026
img
গণশিক্ষা প্রকল্পের সুপারভাইজার রাশেদুলের ৬ ব্যাংক হিসাব ফ্রিজ Jan 18, 2026
img
যথেষ্ট সংস্কার হয়েছে: আসিফ নজরুল Jan 18, 2026
img
বগুড়ায় জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত ৭ Jan 18, 2026
img
‘মব’ শব্দ ব্যবহারে সচেতন হওয়ার তাগিদ চিফ প্রসিকিউটরের Jan 18, 2026
img
শাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট Jan 18, 2026
img
জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির ২ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা Jan 18, 2026
img
একই সঙ্গে ২ পুরুষের প্রেমে মত্ত নোরা? Jan 18, 2026
img
নারীদের ঘরে রাখলে অর্ধেকের বেশি জনগোষ্ঠী কাজে আসবে না: মির্জা আব্বাস Jan 18, 2026
img
রাত পর্যন্ত চলবে ইসিতে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি! Jan 18, 2026
img
চলতি অর্থবছরে মোংলা বন্দরে সাড়ে ৭০ লাখ মেট্রিক টন পণ্য আমদানি-রপ্তানি Jan 18, 2026
img
প্রথমবার প্রকাশ্যে রাজকুমার-পত্রলেখার মেয়ের ছবি! Jan 18, 2026
img
অসুস্থতা-মৃত্যুতে হজযাত্রী প্রতিস্থাপন, ইচ্ছার বিরুদ্ধে করলে ব্যবস্থা Jan 18, 2026
৪টি কাজ না করলে আপনি ক্ষতিগ্রস্ত | ইসলামিক জ্ঞান Jan 18, 2026
img
১৯২ রানের ম্যারাথন ইনিংসে লঙ্কান ব্যাটারের দুই রেকর্ড Jan 18, 2026
img
জুলাই যোদ্ধাদের দেখভালে পৃথক দপ্তর খোলার প্রতিশ্রুতি তারেক রহমানের Jan 18, 2026
img
‘ভিত্তিহীন দাবি’, এ আর রহমানকে জবাব জাভেদ আখতারের Jan 18, 2026
img
বিচার বিভাগের ওপর ক্ষমতাসীন দলের প্রভাব থাকে: ব্যারিস্টার নুসরাত Jan 18, 2026
img
শাকসু নির্বাচনকে বানচালের চক্রান্ত থেকেই ইসি ঘেরাও করেছে ছাত্রদল: শিবির সভাপতি Jan 18, 2026
img
লুট হওয়া অস্ত্র নির্বাচনকালীন সময়ে ব্যবহার হবে না আমি নিশ্চিত করছি: স্বরাষ্ট্র উপদেষ্টা Jan 18, 2026