বাংলাদেশের হয়ে একসময়ের মাঠ কাঁপানো পেসার কাজী অনিক ইসলামের দুর্দিনের অবসান হতে যাচ্ছে। ইনজুরি আর অভাবে জর্জরিত হয়ে যখন ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা এই ক্রিকেটারের ক্যারিয়ার থমকে গিয়েছিল, তখন তার সাহায্যে এগিয়ে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মূলত, ইনজুরি আর দীর্ঘদিনের অবহেলায় মাঠের বাইরে থাকা কাজী অনিক ইসলামের মানবেতর জীবনের গল্প সম্প্রতি উঠে আসে সামাজিক যোগাযোগমাধ্যমে। এটি নজরে আসে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।
এরপর মিরপুরের পল্লবীতে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের বাসায় ডাকা হয় কাজী অনিককে। তারেক রহমানের পক্ষ থেকে অনিকের হাতে সহযোগিতা তুলে দেন আমিনুল হক।
ইতোপূর্বে বিসিবির দু-একজনের কাছে সাহায্য চেয়েও খালি হাতে ফিরতে হয়েছিল অনিককে। তবে, রাজনৈতিক দল হিসেবে বিএনপির এই অভাবনীয় সমর্থনে আপ্লুত এই তরুণ পেসার। নিজের কৃতজ্ঞতা প্রকাশ করে আবারও জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখছেন তিনি।
এসএস/টিকে