চীনের উত্তরাঞ্চলে একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৮৪ জন। এখনো পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
রবিবার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে (গ্রিনিচ সময় সকাল ৭টা) ইনার মঙ্গোলিয়া অঞ্চলের বাওগাং ইউনাইটেড স্টিল কারখানায় এই বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের ফলে আশপাশের এলাকায় কেঁপে ওঠার মতো কম্পন অনুভূত হয়।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠছে। কারখানার ভেতরে ও আশপাশে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ। অনেক জায়গায় ছাদ ধসে পড়ে এবং পাইপ ভেঙে যায়।
রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। বাওগাং ইউনাইটেড স্টিল চীনের একটি বড় রাষ্ট্রায়ত্ত লোহা ও ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান।
চীনে এর আগেও বহু শিল্প দুর্ঘটনার ঘটনা ঘটেছে।
এর মধ্যে রয়েছে কারখানায় বিস্ফোরণ, খনি ধস এবং ভূমিধস। ২০১৫ সালে তিয়ানজিন বন্দরে দুটি বড় বিস্ফোরণে ১৭৩ জন নিহত হন এবং শত শত মানুষ আহত হন। এতে শহরের বড় অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এর আগে গত বছরের মে মাসে পূর্বাঞ্চলীয় শানডং প্রদেশের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে পাঁচজন নিহত এবং অন্তত ১৯ জন আহত হন। ওই বিস্ফোরণে আশপাশের ভবনের জানালাও ভেঙে যায়।
সূত্র : বিবিসি
আরআই/টিকে