প্রথম সন্তান জন্মের ৫ বছর পেরোতেই আবারও মা হওয়ার গুঞ্জন উঠেছে ঢালিউড চিত্রনায়িকা শবনম বুবলীর। শোবিজে যখন এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে, ঠিক সে মুহূর্তেই সাংবাদিকদের প্রশ্নে রহস্যময় উত্তর দিলেন অভিনেত্রী।
সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে সাদা পরীর লুকে উপস্থিত হন বুবলী। সেখানে বুবলীর পোশাক, হাঁটাচলার ধরনে তার বেবিবাম্প ক্যামেরায় স্পষ্ট ধরা পড়ে।
অনুষ্ঠানে কাজ ও ব্যক্তিজীবন নিয়ে সাংবাদিকদের একাধিক প্রশ্নের সম্মুখীন হন বুবলী। কথা প্রসঙ্গে উঠে আসে বুবলীর দ্বিতীয়বার মা হওয়া প্রসঙ্গ এবং ব্যক্তিগত একাধিক বিষয়।
এ বিষয়ে মন্তব্য করা কৌশলে এড়িয়ে যান নায়িকা। রহস্যময় উত্তর দিয়ে বুবলী বলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে আসলে সবারই অনেক আগ্রহ থাকে। আমি বিষয়টা সম্মান করি। কারণ সাংবাদিক ভাইয়েরা দর্শকদের প্রতিক্রিয়াটাই আমাদের কাছে পৌঁছে দেন। কিন্তু আমার মনে হয়, যখন ঘটা করে ব্যক্তিগত প্রোগ্রাম হবে তখন সব ব্যক্তিগত বিষয়ে আলোচনা হবে। আজকে যেহেতু একটা সুন্দরী প্রতিযোগিতা প্রোগ্রামে এসেছি তাই এ আলোচনাটা থাক।
ভুল তথ্যের নিউজ প্রসঙ্গে বুবলি বলেন, আমি একাধিক নিউজ দেখেছি যে আমার বক্তব্য না নিয়েই বলা হচ্ছে বুবলি বলেছে। এটা ঠিক নয়। অনেকে বলেন, ফোনে আমাদের পাওয়া যায় না। আসলে আমরা শুটিংয়ে থাকলে ফোনকল ধরতে পারি না। তখন আমরা একটা অন্তত মেসেজ আশা করি। যদি মেসেজের উত্তর না দেয়া হয় তার মানে এ বিষয়ে আমরা কোনো কথা বলতে চাইছি না আপাতত। অথচ আমার সঙ্গে কথা না বলেই আমর বক্তব্য বলা হয়, এটা আসলে দুঃখজনক।
গত বছরের শেষের দিকে চিত্রনায়ক ও সাবেক স্বামী শাকিব খানের সঙ্গে শবনম বুবলী ও তার ছেলে বীর আমেরিকায় লম্বা ছুটি কাটান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সুন্দর মুহূর্তগুলো শেয়ার করেন অভিনেত্রী। এরপরই প্রকাশ্যে আসে বুবলির অন্তঃসত্ত্বার খবর। এ বিষয়ে এখন পর্যন্ত বুবলি কিংবা শাকিব খান কোনো অফিশিয়াল মন্তব্য না করায় তারকা জুটিকে নিয়ে রহস্য বাড়ছে শোবিজ অঙ্গনে।
এসকে/টিকে