চিরঞ্জীবীর উত্তরাধিকার বহন, পারিবারিক শিক্ষা এবং সাফল্য–ব্যর্থতার সঙ্গে নিজের বোঝাপড়া নিয়ে খোলামেলা কথা বলেছেন রাম চরণ। এক সাম্প্রতিক আলাপচারিতায় তিনি স্বীকার করেন, মেগাস্টারের সন্তান হওয়া নিঃসন্দেহে বড় সুবিধা হলেও দর্শকের গ্রহণযোগ্যতা শুরুতেই সহজ ছিল না। সাফল্যকে খুব বেশি মাথায় তোলেন না জানিয়ে তিনি বলেন, ব্যর্থতা কষ্ট দিলেও তা তাকে থামায় না, বরং এগিয়ে যেতে শেখায়। জুনিয়র এনটিআরের প্রসঙ্গে তিনি মজার ছলে সহশিল্পীর ‘বেপরোয়া ড্রাইভিং’-এর কথা তুলে ধরেন এবং জানান, তাদের সম্পর্কের ভিত্তি বন্ধুত্ব, পুরোনো ফ্যান-রাইভালির ধারণা নয়। পারিবারিক চাপ, ব্যক্তিগত স্থৈর্য ও ইন্ডাস্ট্রির ভ্রাতৃত্ব—সব মিলিয়ে রাম চরণের সংযত দৃষ্টিভঙ্গিই আলোচনায় উঠে এসেছে।
এবি/টিএ