১ ফেব্রুয়ারির মধ্যে রাজউকের সার্ভার সচল করা হবে এমন আশ্বাস দিয়েছেন রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম। রাজধানীর উন্নয়ন পরিকল্পনা, আবাসন খাতের সার্বিক অগ্রগতি এবং নাগরিক সেবা আরো সহজীকরণ নিয়ে রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রিহ্যাব নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতকালে তিনি এ আশ্বাস দেন। সাক্ষাতে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার আব্দুল লতিফসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
রিহ্যাব নেতৃবৃন্দ নতুন ড্যাপের নকশা অনুমোদন দ্রুত করার আহ্বান জানান। বৈঠকে রাজউকের চেয়ারম্যান নামজারি, ইজমালী দলিল প্রক্রিয়া সহজ করা এবং গ্রাহক হয়রানি কমানোর বিষয়ে আশ্বাস দেন। তিনি বলেন, ‘সেবাপ্রার্থীদের ভোগান্তি কমাতে ডিজিটাল সেবা আরো গতিশীল করা হবে এবং স্বচ্ছতা নিশ্চিত করা হবে।’
কয়েক মাস ধরে অচল হয়ে আছে রাজউকের সার্ভার।
মাঝে কিছু দিন ঠিক হলেও পরে আবার সমস্যা দেখা দেয়।
টিজে/টিকে