বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এলিমিনেটর ম্যাচে আজ (মঙ্গলবার) মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। যেখানে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছেন সিলেট মেহেদী হাসান মিরাজ। ফলে টিকে থাকার লড়াইয়ে আগে ব্যাটিং করবে লিটন দাসের রংপুর। এই ম্যাচ হারলেই বাদ এবং জিতলে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ।
বিপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচ হিসেবে স্বাভাবিকভাবেই শক্তিশালী একাদশ নিয়ে নেমেছে উভয় দল। সিলেট চার এবং রংপুর তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। ইংল্যান্ডের দুই তারকা ক্রিকেটার ক্রিস ওকস ও স্যাম বিলিংস এই ম্যাচের আগে যোগ দেন সিলেটের স্কোয়াডে। এই দুজনকে জায়গা করে দিতে গিয়ে তাদের স্বদেশি ইথান ব্রুকস জায়গা হারিয়েছেন। সম্ভাবনাময় এই ক্রিকেটার সিলেটের আগের ম্যাচগুলোয় ব্যাটিং ও ফিল্ডিংয়ে ভালো ভূমিকা রেখেছিলেন।
এ ছাড়া সিলেট টাইটান্সের একাদশে আরিফুল ইসলাম ও খালেদ আহমেদকে নেওয়া হয়েছে। ফলে ব্রুকস ছাড়াও বাদ পড়েছেন শহিদুল ইসলাম, রুয়েল মিয়া ও মুমিনুল হক। অন্যদিকে, রংপুর আগের ম্যাচে বিশ্রামে রাখা দুই তারকা মুস্তাফিজুর রহমান এবং কাইল মায়ার্সকে একাদশে ফিরিয়েছেণ।
শেষ খবর পাওয়া পর্যন্ত রংপুরের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৩ ওভারে ১০ রান।
টিজে/টিকে