করোনা: স্বেচ্ছা কোয়ারেন্টাইনে অভিনেতা ডিপজল

মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশের শক্তিমান অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল স্বেচ্ছায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

রোববার রাত থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন ডিপজল। এখন থেকে সকল কাজ বন্ধ করে নিজের বাড়িতেই অবস্থান করবেন বলেও জানান তিনি।

ডিপজল বলেন, চারদিকে করোনা আতঙ্ক। এই ভাইরাস থেকে বাঁচতে সচেতনতা ও পরিষ্কার পরিচ্ছন্নতার কোন বিকল্প নাই। আমি ঘরের বাইরে যাচ্ছি না। বাইরের সকল কাজ বন্ধ রেখেছি।

তিনি আরও বলেন, সবাইকে অনুরোধ করবো, ঘর থেকে বের হবেন না। নিয়মিত সাবান দিয়ে হাত ধুয়ে ফেলুন। এখন নিজের সুরক্ষার কথা নিজেকে ভাবতে হবে তাহলেই করোনা থেকে বাঁচা যাবে।

এদিকে বিশ্বের ১৯২ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে ১৪ হাজার ৬৫৪ জনের মৃত্যু হয়েছে। এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৫৫৩। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৮ হাজার ৮৮৪ জন।

বাংলাদেশে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ২৭ জন। আর মারা গেছেন ২ জন।

 

টাইমস/জেকে

Share this news on: