আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে বিএনপি পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) রাতে বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে গুলশান-বনানী সোসাইটিসহ ১২টি সংগঠনের আয়োজনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে দোয়া অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। আয়োজনে তারেক রহমানের সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও।
অনুষ্ঠানে অংশ নিয়ে তারেক রহমান দেশ নিয়ে তার বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। জানান, ঢাকার যানজট কমাতে গণপরিবহন ব্যবস্থাকে উন্নত ও মনোরেল চালুর পরিকল্পনা রয়েছে।
এছাড়া ঢাকার নদী দূষণ কমানোসহ সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করার কথাও বলেন তারেক রহমান। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন ও বেকারত্ব দূর করতেও তার পরিকল্পনার কথা তুলে ধরেন।
তারেক রহমান বলেন, ‘ঢাকার চারপাশে নদীগুলো দূষণের কারণে নষ্ট হচ্ছে। ১৫ থেকে ২০ বছর পর ঢাকায় সুপেয় পানির সংকট দেখা দিতে পারে। ধীরে ধীরে এ সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হবে। ঢাকার ভরাট খালগুলো উদ্ধার করা হবে। সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। রাজধানীর মশা নিয়ন্ত্রণে উদ্যোগ নেয়া হবে। এছাড়া আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণ করা হবে।’
এর আগে বিকেলে নিজ সংসদীয় আসনের এলাকা কড়াইলে দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কড়াইলবাসীর আয়োজনে দোয়া অনুষ্ঠানের শুরুতেই কড়াইলবাসীর পক্ষে বক্তব্য দেন দু’জন স্থানীয় বাসিন্দা। তুলে ধরেন এলাকার নানা সমস্যা ও সংকটের কথা।
নিজের বক্তব্যে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য দলের পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, কড়াইলের সন্তানদের জন্য উন্নত স্বাস্থ্য, শিক্ষা ও খেলাধুলার সুযোগ দিতে উদ্যোগ নেবে বিএনপি।
তারেক রহমান বলেন, ‘কড়াইলে আপনারা যারা বসবাস করেন; আপনাদের সন্তান আছে, আমারও আছে। আমাদের ভবিষ্যৎ হচ্ছে, আমাদের আজকের সন্তানরা। আমরা চাই দালানে যে থাকেন, তার সন্তান যেমন শিক্ষার সুবিধা পাবে; ঠিক একইভাবে কড়াইল বস্তিতেও যে মানুষগুলো থাকে, তাদের যারা সন্তান আছে, তারাও ঠিক ওই দালানের মানুষদের সন্তান যেভাবে শিক্ষাব্যবস্থা পাবে, যেভাবে খেলাধুলা শিখবে; যেভাবে বিদেশি ভাষা বলতে শিখবে, আমরা চাই কড়াইল বস্তিবাসী যারা আছেন, তাদের সন্তানরাও একইভাবে বিদেশি ভাষা যেন শিখতে পারে। তাদের সন্তানরাও যেন চিকিৎসা পেতে পারে, তাদের সন্তানরাও যেন একইভাবে লেখাপড়ার সুযোগ পায়। আল্লাহ যদি রহম করেন, আমরা সেই ব্যবস্থা আপনাদের জন্য গ্রহণ করতে চাই।’
এসময় নারীদের অর্থনৈতিকভাবে স্বচ্ছল করতে ফ্যামিলি কার্ড ও কৃষকদের সুবিধার্থে কৃষক কার্ড দেয়ারও প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান।
দীর্ঘদিন ধরে কড়াইলে থাকা মানুষের জন্য আধুনিক আবাসনের ব্যবস্থা ও উন্নত ফ্ল্যাট হস্তান্তর করারও প্রতিশ্রুতি দেন তারেক রহমান।
এবি/টিএ